চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় দুর্গম পাহাড়ি এলাকায় ‘জঙ্গি প্রশিক্ষণ কেন্দ্রের’ সন্ধান পাওয়ার কথা জানিয়েছে র্যাব।
Published : 22 Feb 2015, 10:03 AM
সেখান থেকে বিপুল পরিমাণ অস্ত্রসহ পাঁচজনকে আটক করা হয়েছে বলে চট্টগ্রাম র্যাব-৭ এর সহকারী পরিচালক এএসপি সোহেল মাহমুদ জানিয়েছেন।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রোববার ভোররাতে বাঁশখালীর লটমণি পাহাড়ে অভিযান চালিয়ে ‘জঙ্গি প্রশিক্ষণ কেন্দ্রের’ সন্ধান পাওয়া যায়। সেখানে বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র, গুলি ও জঙ্গি প্রশিক্ষণের সরঞ্জাম পাওয়া গেছে।
আটকদের পরিচয় এবং তারা কোন জঙ্গি সংগঠনের সঙ্গে জড়িত সে বিষয়ে কিছু জানা যায়নি।
সংবাদ সম্মেলন করে এ বিষয়ে বিস্তারিত তুলে ধরা হবে বলে র্যাব কর্মকর্তা সোহেল জানিয়েছেন।