এর আগে ৫ ফেব্রুয়ারি রাউজান উপজেলার বিনাজুরি ইউনিয়নের সিপাহিঘাট এলাকায় হালদা নদী থেকে একটি মৃত ডলফিন উদ্ধার করা হয়েছিল।
Published : 12 Feb 2025, 05:35 PM
এক সপ্তাহের মাথায় হালদা নদীতে যুক্ত খালে আরেকটি মৃত ডলফিনের সন্ধান মিলেছে।
এ নিয়ে চলতি বছর দুটি মৃত ডলফিন পাওয়া গেল।
বুধবার বেলা দেড়টার দিকে চট্টগ্রামের রাউজার উপজেলার পশ্চিম গুজরা ইউনিয়নের কাগতিয়া খালে স্থানীয়রা মৃত ডলফিনটি দেখতে পায়।
বেসরকারি উন্নয়ন সংস্থা ইন্টিগ্রেটেড ডেপেলপমেন্ট ফাউন্ডেশনের (আইডিএফ) কর্মী মো. রওশনগীর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “জোয়ারের সময় ডলফিনটির দেহ কাগতিয়া খালে প্রবেশ করে। এটির পিঠের নিচের দিকের অংশে আঘাতের চিহ্ন দেখা গেছে।”
মৃত ডলফিনটি দৈর্ঘ্যে পায় ৫ ফুট, ওজন প্রায় ১৫ কেজি।
খবর পেয়ে সিনিয়র উপজেলা মৎস্য বিভাগ ও নৌ পুলিশের সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে তথ্য সংগ্রহ করেন। পরে ডলফিনটি মাটি চাপা দেওয়া হয়।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় হালদা রিভার রিসার্চ ল্যাবরেটরির সমন্বয়কারী ও বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক ড. মনজুরুল কিবরিয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “এ নিয়ে গত সাড়ে পাঁচ বছরে হালদায় পাওয়া মৃত ডলফিন এর সংখ্যা বেড়ে হল ৪৫টি।”
এর আগে ৫ ফেব্রুয়ারি রাউজান উপজেলার বিনাজুরি ইউনিয়নের সিপাহিঘাট এলাকায় হালদা নদী থেকে একটি মৃত ডলফিন উদ্ধার করা হয়েছিল।
গত বছর হালদায় মোট চারটি মৃত ডলফিন পাওয়া গিয়েছিল।
দক্ষিণ এশিয়ায় কার্প জাতীয় মাছের অন্যতম প্রাকৃতিক প্রজনন ক্ষেত্র হালদা নদী। এই নদী দেশের মিঠাপানির ডলফিনেরও অন্যতম প্রধান বিচরণ ক্ষেত্র।
এক সময় কর্ণফুলী নদীতেও ডলফিনের আনাগোনা ছিল। তবে দূষণের কারণে এখন তা খুবই কমে গেছে।
দেড় মাসের মাথায় হালদায় ফের ডলফিনের মৃত্যু
হালদায় মা মাছের মৃত্যুর ঘটনা তদন্তে কমিটি
১৯ কেজির মা কাতল মাছ মিলল মৃত অবস্থায়
হালদায় আবার মা মাছের মৃত্যু, ভাবাচ্ছে নদীর 'দূষণ'
'নমুনা ডিম' ছেড়েছে মা মাছ, উৎসবের অপেক্ষায় হালদাপাড়ের মানুষ
হালদায় আশাতীত ডিম, হ্যাচারিতে গিয়ে 'হতাশা'
হালদায় প্রজনন মৌসুমে মাছের সাথে বেড়েছে চোরা শিকারীও
পানি কমেছে কাপ্তাইয়ে, লবণ বাড়ছে হালদায়, সংকটে চট্টগ্রাম ওয়াসা