“তদন্ত কমিটি পানির নমুনা পরীক্ষা ও মৃত মাছের পরীক্ষাসহ সব বিষয় খতিয়ে দেখবে,” বলেন জেলা মৎস্য কর্মকর্তা।
Published : 01 Jul 2024, 03:13 PM
হালদা নদীতে মা মাছ ও ডলফিনের মৃত্যুর ঘটনা তদন্তে কমিটি গঠন করেছে মৎস্য বিভাগ।
হাটহাজারী উপজেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ ফারুক ময়েদুজ্জামানকে প্রধান করে পাঁচ সদস্যের এই কমিটি গঠন করা হয়েছে বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান জেলা মৎস্য কর্মকর্তা শ্রীবাস চন্দ্র চন্দ।
তিনি বলেন, “জেলা মৎস্য বিভাগের পক্ষ থেকে এই কমিটি গঠন করা হয়েছে। তারা সাত কর্মদিবসের মধ্যে প্রতিবেদন দেবে। প্রয়োজনে কমিটি অন্য বিভাগের বিশেষজ্ঞদের মতামত নিতে পারবে।”
গত এক সপ্তাহে হালদা নদীতে পাঁচটি মা মাছ ও একটি ডলফিন মারা গেছে।
শ্রীবাস চন্দ্র বলেন, “হালদায় মা মাছের মৃত্যুর কারণ জানতে আমরা অনেকগুলো বিষয় সামনে রেখে কাজ করছি। এর মধ্যে দূষণ, বিষ প্রয়োগ, ব্যাকটেরিয়া ইনফেকশন ও বয়সজনিত মৃত্যুসহ সবগুলো বিষয় বিবেচনায় নিয়ে তদন্ত করা হবে।”
তিনি বলেন, “তদন্তের মাধ্যমে আশা করি, মাছের মৃত্যুর সঠিক কারণটি বেরিয়ে আসবে- যাতে এই ঘটনার আর পুনরাবৃত্তি না হয়। এজন্য তদন্ত কমিটি পানির নমুনা পরীক্ষা ও মৃত মাছের পরীক্ষাসহ সব বিষয় খতিয়ে দেখবে। যাতে স্থায়ী সমাধানের দিকে দ্রুত যাওয়া যায়।”
দক্ষিণ এশিয়ায় কার্প জাতীয় মাছের অন্যতম প্রাকৃতিক প্রজনন ক্ষেত্র হালদা নদীতে গত পাঁচ দিনে চারটি মা মাছ ও একটি ডলফিনের মৃত্যু হয়। এর আগে গত সপ্তাহে আরো একটি মা মাছ মরে ভেসে ওঠে।
হালদায় সম্প্রতি মারা যাওয়া মা মাছগুলোর মধ্যে রোববার সবচেয়ে বড় মৃত মাছটি পাওয়া যায় নদীর আজিমের ঘাট এলাকায়। যার ওজন ছিল প্রায় ১৯ কেজি ৩০০ গ্রাম।
এর আগে শুক্রবার হাটহাজারী উপজেলার উত্তর মাদার্শা ইউনিয়নের কুমারখালী এলাকায় সাড়ে ১২ কেজি ওজনের একটি এবং ১০ কেজি ওজনের আরেকটি মৃত কাতাল মাছ উদ্ধার করা হয়েছিল। এর মধ্যে একটি পঁচে গিয়েছিল।
তার আগে বুধবার রাউজান উপজেলার উড়কিচরের বাকর আলী চৌধুরী ঘাট এলাকায় ১০ কেজি ওজনের একটি মৃত রুই মাছ নদীতে ভেসে ওঠে। মঙ্গলবার হাটহাজারীর গড়দুয়ারা ইউনিয়নের সিপাহির ঘাট এলাকায় ভেসে উঠে ৭ ফুট লম্বা ও ৮৯ কেজি ওজনের একটি ডলফিন।
আর গত সপ্তাহে উড়কিরচর এলাকায় আরেকটি মৃত মা মাছ ভেসে উঠেছিল। মৃত একটি মা মাছ ও ডলফিনকে পরীক্ষার জন্য চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের হালদা রিসার্চ ল্যাবরেটরিতে নেওয়া হয়।
হালদা পাড়ের বাসিন্দা এবং সংশ্লিষ্টরা ধারণা, দীর্ঘদিন ধরে হালদা সংলগ্ন পাঁচটি খাল ও দুটি বিলের দূষণের প্রভাব এখন নদীর পানি ও মাছের উপর পড়তে শুরু করেছে।
১৯ কেজির মা কাতল মাছ মিলল মৃত অবস্থায়
হালদায় আবার মা মাছের মৃত্যু, ভাবাচ্ছে নদীর 'দূষণ'
'নমুনা ডিম' ছেড়েছে মা মাছ, উৎসবের অপেক্ষায় হালদাপাড়ের মানুষ
হালদায় আশাতীত ডিম, হ্যাচারিতে গিয়ে 'হতাশা'
হালদায় প্রজনন মৌসুমে মাছের সাথে বেড়েছে চোরা শিকারীও
পানি কমেছে কাপ্তাইয়ে, লবণ বাড়ছে হালদায়, সংকটে চট্টগ্রাম ওয়াসা