তার মুখে ও পায়ে গুলি করা হয়।
Published : 20 Apr 2025, 12:27 PM
চট্টগ্রামের রাউজানে দুর্বৃত্তের গুলিতে এক বিএনপি কর্মী খুন হয়েছেন।
শনিবার গভীর রাতে উপজেলার বাগোয়ান ইউনিয়নের গরীবউল্লাহ পাড়ায় এ ঘটনা ঘটে।
নিহত মানিক আব্দুল্লাহ (৩৫) ওই এলাকার বাসিন্দা।
রাউজান থানার ওসি মনিরুল ইসলাম ভূঁইয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রাতে মানিক প্রতিবেশীর বাড়িতে ভাত খেতে গিয়েছিলেন। এসময় দুর্বৃত্তরা গিয়ে মানিককে গুলি করে।
ওসি জানান, মানিককে মুখে ও পায়ে গুলি করা হয়েছে। তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক মৃত ঘোষণা করেন।
পুলিশ কর্মকর্তা মনিরুল বলেন, “নিহত মানিক স্থানীয় বিএনপির রাজনীতির সাথে জড়িত বলে জেনেছি। এ হত্যাকাণ্ডের সাথে জড়িতদের ধরতে পুলিশ কাজ করছে।”