“পচে যাওয়ায় প্রাথমিকভাবে এর মৃত্যুর কারণ জানা যায়নি।”
Published : 18 Dec 2024, 07:37 PM
ছয় মাসের মাথায় চট্টগ্রামের হালদা নদীতে আবারও একটি মৃত ডলফিনের সন্ধান মিলেছে।
বুধবার দুপুরে হালদা নদীর রাউজান উপজেলার পশ্চিম গুজরা ইউনিয়নের আজিমের ঘাট এলাকায় মৃত ডলফিনটিকে ভাসতে দেখেন স্থানীয়রা।
পরে স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে মৎস্য অধিদপ্তর ডলফিনটির সুরতহাল করে। রাউজান উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা আলমগীর হোসেনের উপস্থিতিতে সেটি ও্ই স্থানে মাটি চাপা দেওয়া হয়।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় হালদা রিভার রিসার্চ ল্যাবরেটরির সমন্বয়কারী ও বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক ড. মনজুরুল কিবরিয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ডলফিনটির ওজন প্রায় ১৩ কেজি এবং দৈর্ঘ্য ৪৫ ইঞ্চি।
“পচে যাওয়ায় প্রাথমিকভাবে এর মৃত্যুর কারণ জানা যায়নি। এটি পরিণত বয়স্ক নয়। বয়স আড়াই থেকে তিন বছর হতে পারে বলে মনে হচ্ছে।”
চলতি বছর হালদায় এ নিয়ে মোট চারটি মৃত ডলফিন পাওয়া গেল বলে জানান এই হালদা বিশেষজ্ঞ। আর গত সাড়ে পাঁচ বছরে হালদায় পাওয়া মৃত ডলফিন এর সংখ্যা বেড়ে হল ৪৩টি।
এর আগে চলতি বছরের ১ জুলাই রাতে রাউজান উপজেলার আজিমের ঘাট অংশে একটি মৃত ডলফিন ভেসে যেতে দেখেন স্থানীয় এক বাসিন্দা।
দক্ষিণ এশিয়ায় কার্প জাতীয় মাছের অন্যতম প্রাকৃতিক প্রজনন ক্ষেত্র হালদা নদী। এই নদী দেশের মিঠাপানির ডলফিনেরও অন্যতম প্রধান বিচরণ ক্ষেত্র।
এক সময় কর্ণফুলী নদীতেও ডলফিনের আনাগোনা ছিল। তবে দূষণের কারণে এখন তা খুবই কমে গেছে।
পুরনো খবর...
হালদায় মা মাছের মৃত্যুর ঘটনা তদন্তে কমিটি
১৯ কেজির মা কাতল মাছ মিলল মৃত অবস্থায়
হালদায় আবার মা মাছের মৃত্যু, ভাবাচ্ছে নদীর 'দূষণ'
'নমুনা ডিম' ছেড়েছে মা মাছ, উৎসবের অপেক্ষায় হালদাপাড়ের মানুষ
হালদায় আশাতীত ডিম, হ্যাচারিতে গিয়ে 'হতাশা'
হালদায় প্রজনন মৌসুমে মাছের সাথে বেড়েছে চোরা শিকারীও
পানি কমেছে কাপ্তাইয়ে, লবণ বাড়ছে হালদায়, সংকটে চট্টগ্রাম ওয়াসা