নতুন শিক্ষাক্রমে শিক্ষার্থী-অভিভাবকদের করণীয় জানাল মাউশি

শিক্ষার্থী ও অভিভাবকদের পাশাপাশি শিক্ষক, শিক্ষা কর্মকর্তাসহ মাঠ পর্যায়ের সংশ্লিষ্টদের জন্যও করণীয় জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 4 May 2023, 02:21 PM
Updated : 4 May 2023, 02:21 PM

মাধ্যমিকে ষষ্ঠ ও সপ্তম শ্রেণিতে এ বছর থেকে চালু হওয়া নতুন শিক্ষাক্রম বাস্তবায়নে শিক্ষার্থী-অভিভাবকের করণীয় জানিয়ে বিজ্ঞপ্তি দিয়েছে সরকারের মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি), যেখানে শিক্ষার্থীদের জন্য ১২টি ও অভিভাবকদের জন্য ৮টি করণীয় জানানো হয়েছে।

মঙ্গলবার মাউশির মাধ্যমিক-২ শাখার সহকারী পরিচালক এস এম জিয়াউল হায়দার হেনরীর স্বাক্ষরে ওই নির্দেশনা দেওয়া হয়। নতুন শিক্ষাক্রম বাস্তবায়নে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মাঠ পর্যায়ের সংশ্লিষ্টদের করণীয় যথাযথভাবে প্রতিপালন করতে বলা হয়েছে সেখানে।

নতুন শিক্ষাক্রম ও পাঠ্যবই চালুর পর এই দুই শ্রেণির জন্য নতুন ‘রুটিন’ ও ‘পাঠ্যসূচি’ আগেই দেওয়া হয়েছিল।

এখন শিক্ষার্থী-অভিভাবকের সাথে সাথে শ্রেণি শিক্ষকদের জন্য ১২টি, প্রতিষ্ঠান প্রধানদের জন্য ১৪টি, উপজেলা বা থানা মাধ্যমিক শিক্ষা অফিসারদের জন্য ৮টি, জেলা শিক্ষা অফিসারদের জন্য ১০টি এবং আঞ্চলিক পর্যায়ের অফিসারদের জন্য ১১টি নির্দেশনা দিয়েছে মাউশি।

শিক্ষার্থীদের করণীয় 

  • নিয়মিত বিদ্যালয়ে যাওয়া এবং শ্রেণি কার্যক্রমে অংশগ্রহণ করা।

  • সঠিক সময়ে পড়াশোনা করা, খাওয়া, ঘুমানো ও মানসিক বিকাশের জন্য খেলাধুলায় অংশ নেওয়া।

  • এনসিটিবি প্রণীত পাঠ্যবই ও সম্পূরক পঠন সামগ্রী পড়ার অভ্যাস গড়ে তোলা।

  • নতুনকে গ্রহণ করার উপযুক্ত মানসিকতা বজায় রাখার চেষ্টা করা।

  • সরকারের শিখন সামগ্রী যথাসময়ে সংগ্রহ করা।

  • শ্রেণিকক্ষে এবং শ্রেণিকক্ষের বাইরে ‘অ্যাকটিভিটি বেইজড লারনিং’ বা ‘বিভিন্ন কর্মসূচি ভিত্তিক শিখন’ কার্যক্রমে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করা।

  • বিদ্যালয় শিক্ষা সংশ্লিষ্ট বিভিন্ন সমস্যা নিয়ে শ্রেণি শিক্ষকের সঙ্গে আলাপ করা।

  • অবসর সময়ে বাংলাদেশের ইতিহাস ও ঐতিহ্যের সঙ্গে সঙ্গতিপূর্ণ সৃজনশীল বই পড়ার অভ্যাস গড়ে তোলা।

  • শিখন সংশ্লিষ্ট যে কোনো বিষয় নিয়ে অভিভাবকের (মা/বাবা) সঙ্গে কথা বলে পরামর্শ গ্রহণ করা।

  • নিজের বুদ্ধিমত্তা দিয়ে শিখনের সর্বক্ষেত্রে অংশগ্রহণ করা।

  • দলগত কাজে সহপাঠীদের মূল্যায়নে নিরপেক্ষতা, সততা ও নৈতিকতা বজায় রাখা।

  • স্কুলে শিক্ষার্থীদের জন্য গঠিত ক্লাবগুলোর মধ্যে অন্তত দুটি ক্লাবে নিজেকে সম্পৃক্ত করা।

অভিভাবকদের করণীয় 

  • সন্তানদের/শিক্ষার্থীদের নিজের এবং বাড়ির ছোট ছোট কাজগুলো করানোর বিষয়ে উৎসাহ দেওয়া।

  • সন্তানদের/শিক্ষার্থীদের সময় দেওয়া, তাদের গতিবিধি লক্ষ্য করা।

  • সন্তানদের/শিক্ষার্থীদের ভালো কাজে উৎসাহ দেওয়া এবং ভুল/অপ্রয়োজনীয় কাজকে নিরুৎসাহিত করা।

  • শিক্ষাক্রম বিস্তরণে অভিভাবকদের যে দায়িত্ব তা সঠিকভাবে পালন করা।

  • সন্তানদের/শিক্ষার্থীদের বিদ্যালয়ে নিয়মিত উপস্থিতি নিশ্চিত করা।

  • সন্তানদের/শিক্ষার্থীদের প্রাইভেট/কোচিংয়ে নিরুৎসাহিত করা।

  • সন্তানদের/শিক্ষার্থীদের মূল্যায়নের বিষয়ে নিরপেক্ষতা, সততা ও নৈতিকতা বজায় রাখা।

  • শিক্ষা প্রতিষ্ঠান আয়োজিত মতবিনিময় সভায় উপস্থিত থাকা।

এছাড়াও শিক্ষাদান ও ব্যবস্থাপনায় যুক্তদের জন্যও এসেছে আলাদা আলাদা নির্দেশনা।

২০২৫ সালে সম্পূর্ণ নতুন পাঠক্রমে পড়বে প্রাথমিক ও মাধ্যমিকের শিক্ষার্থীরা। মাধ্যমিক স্তর পর্যন্ত শিক্ষা ব্যবস্থা প্রায় বদলে দিতে প্রস্তুত করা নতুন শিক্ষাক্রম ২০২৩ সাল থেকে ধাপে ধাপে বাস্তবায়ন করা হচ্ছে।

নতুন এই শিক্ষাক্রম নিয়ে শিক্ষামন্ত্রী দীপু মনি বলেছিলেন, “প্রথমে হয়ত কিছু ভুলভ্রান্তি হতে পারে। ‘পাইলটিং’ শেষ করার আগে সেগুলো সংশোধন সম্ভব হবে।”

নতুন শিক্ষাক্রমের বই শিক্ষার্থীদের হাতে আসার পরই বইয়ের নানা ভুল ও বিভিন্ন আধেয় নিয়ে সমালোচনা শুরু হয়। বইয়ের ভুলভ্রান্তি নিয়ে আলোচনার মধ্যে গত ফেব্রুয়ারিতে ষষ্ঠ ও সপ্তম শ্রেণির দুটি বই প্রত্যাহার এবং তিনটি বইয়ের কিছু অধ্যায় সংশোধনের কথা জানায় এনসিটিবি।

তখন ষষ্ঠ ও সপ্তম শ্রেণির জন্য প্রণীত ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বিষয়ের ‘অনুসন্ধানী পাঠ’ পাঠ্যপুস্তক দুটি প্রত্যাহার করা হয়।

পরে এপ্রিলের শুরুতে এই দুই শ্রেণির সব বইয়ে সংশোধন আনার কথা জানানো হয়। ওই সময় এই দুই শ্রেণির সব বইয়েই ভুল ও তথ্যগত অসঙ্গতিগুলোতে সংশোধনী এনে ঈদের পর শিক্ষার্থীদের কাছে পৌঁছে দেওয়ার বিষয়টিও আসে। চার মাস পর রোববার সেই সংশোধনী আসে।

শিক্ষার্থীদের পাঠগ্রহণ যুগোপযোগী, কার্যকর ও আনন্দময় করতে তৃতীয় শ্রেণি পর্যন্ত কোনো পরীক্ষা না রাখা, এসএসসির আগে পাবলিক পরীক্ষা না নেওয়া, নবম-দশম শ্রেণিতে বিভাগভিত্তিক বিভাজন তুলে দেওয়াসহ একগুচ্ছ পরিবর্তন আনা হয়েছে শিক্ষাক্রমে।

চাপ কমাতে বছর শেষে সামষ্টিক মূল্যায়নের আগে শিক্ষাবর্ষ জুড়ে চলবে শিখনকালীন মূল্যায়ন। বেশ কিছু বিষয়ে শিখনকালীন মূল্যায়ন হবে শতভাগ।

গত বছরের ২২ ফেব্রুয়ারি থেকে ৬২টি শিক্ষা প্রতিষ্ঠানে ষষ্ঠ শ্রেণিতে পরিবর্তিত শিক্ষাক্রমের পরীক্ষা-নিরীক্ষা শুরু হয়। সে অভিজ্ঞতা কাজে লাগিয়ে ২০২৩ সালে দেশের সব প্রাথমিক স্কুলে প্রথম ও দ্বিতীয় শ্রেণি এবং মাধ্যমিকে ষষ্ঠ ও সপ্তম শ্রেণিতে চালু হয় নতুন শিক্ষাক্রম।

পরিকল্পনা অনুযায়ী, ২০২৪ সালে তৃতীয়, চতুর্থ, অষ্টম ও নবম শ্রেণি যুক্ত হবে নতুন শিক্ষাক্রমের তালিকায় এবং ২০২৫ সালে প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের সব বিদ্যালয় নতুন শিক্ষাক্রমের আওতায় আসবে।

আরও খবর -

Also Read: নতুন শিক্ষাক্রম: আনন্দের মাঝে অভাবও ‘অনেক’

Also Read: ষষ্ঠ-সপ্তমে নতুন রুটিন, কেবল প্রশিক্ষিত শিক্ষক নেবেন ক্লাস

Also Read: ষষ্ঠ-সপ্তমের ৪০ বইয়ে ৪২৮ সংশোধনী