সিদ্দিক বাজারে বিস্ফোরণ: দগ্ধ ১০ জনের কেউ শঙ্কামুক্ত নন

দগ্ধ এই দশজনের মধ্যে চারজনের শরীরের ৫০ শতাংশের বেশি পুড়েছে। একজনের ৯৮ শতাংশ পুড়ে গেছে।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 8 March 2023, 01:19 PM
Updated : 8 March 2023, 01:19 PM

পুরান ঢাকার সিদ্দিক বাজারে ভয়াবহ বিস্ফোরণে আহত ও দগ্ধদের মধ্যে যে দশজন শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি আছেন, তাদের কেউ শঙ্কামুক্ত নন বলে জানিয়েছেন চিকিৎসকরা।

ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. এসএম আইয়ুব হোসেন বুধবার সন্ধ্যায় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সিদ্দিক বাজার থেকে আহত ১১ জনকে আমাদের এখানে আনা হয়েছিল। তাদের একজনকে ঢাকা মেডিকেলে পাঠানো হয়েছে। বাকি দশ জনের অবস্থাই আশঙ্কাজনক।”

ওই দশজনের মধ্যে মো. হাসান (৩২) ও ইয়াসিন (২৬) নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) এবং মো. মুছা (৪৫) ও আজম (৩৬) মেডিকেল হাই ডিপেনডেন্সি ইউনিটে (এমএইচডিইউ) ভর্তি।

আইয়ুব হোসেন বলেন, “আইসিইউ ও এমএইচডিইউ ইউনিটে ভর্তি চারজনের অবস্থা বেশি খারাপ। আর পোস্ট অপারেটিভে ভর্তি ছয়জনের অবস্থাও ভালো না। তবে আমরা আশাবাদী।"

পোস্ট অপারেটিভে ভর্তি ছয়জন হলেন– খলিল (৫০), অলি শিকদার (৫৫), বাবলু (২৫), আল আমিন (২৫), বাচ্চু মিয়া (৫৫), জাহান (২৫) ও মোস্তফা (৫০)।

দগ্ধ এই দশজনের মধ্যে চারজনের শরীরের ৫০ শতাংশের বেশি পুড়েছে। একজনের ৯৮ শতাংশ পুড়ে গেছে।

কারও শরীরের ১৫ শতাংশের বেশি আগুনে পুড়ে গেলেই চিকিৎসকরা ওই রোগীর অবস্থা সঙ্কটাপন্ন হিসেবে বিবেচনা করেন।

মঙ্গলবার বিকালে নর্থ সাউথ রোডের ১৮০/১ হোল্ডিংয়ের সাত তলা ওই ভবনে বিকট বিস্ফোরণ ঘটে। ভবনে থাকা বিভিন্ন দোকানের কর্মচারীদের পাশাপাশি সামনে রাস্তায় থাকা যানবাহনের যাত্রী ও পথচারীরাও হতাহত হন।

বিস্ফোরণের ঘটনায় এ পর্যন্ত ১৯ জনের মৃত্যু হয়েছে, আহত মোট ৬৫ জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। বর্তমানে ২১ জন ঢাকা মেডিকেলে ভর্তি আছেন। 

পুরনো খবর

মাছির আনাগোনা দেখে দুটি মরদেহের সন্ধান
সিদ্দিক বাজারের বিধ্বস্ত ভবনের মালিকদের ডেকে নিয়েছে পুলিশ
সিদ্দিক বাজারের ক্ষতিগ্রস্ত ভবনে আরও দুই লাশ, মৃত্যু বেড়ে ১৯
ক্যাফে কুইন ভবন তিন তলা থেকে কীভাবে ৭ তলা, জানেন না রাজউক পরিচালক
সিদ্দিক বাজারের বিস্ফোরণ ‘দুর্ঘটনা’ মনে করছেন ফায়ার সার্ভিস ডিজি
ফায়ার সার্ভিসের তদন্ত কমিটি, উদ্ধারকাজে ডগ স্কোয়াড
সিদ্দিক বাজারে বিস্ফোরণ: বেজমেন্টে নামার উপায় খুঁজছেন উদ্ধারকর্মীরা
সিদ্দিক বাজারে বিস্ফোরণ: ১৭ মরদেহ পরিবারের কাছে, নিখোঁজ ৩
সিদ্দিক বাজারে বিস্ফোরণ: নিহত বেড়ে ১৭, উদ্ধার অভিযান স্থগিত
সিদ্দিক বাজারে বিস্ফোরণ: হতাহত অনেকেরই আঘাত ‘মাথায়’
সিদ্দিক বাজারে বিস্ফোরণ: দগ্ধ ৭ জন সঙ্কটাপন্ন
মরদেহ হস্তান্তর শুরু, হতাহতদের সহায়তা
প্রত্যক্ষদর্শীর বর্ণনায় সিদ্দিক বাজারের বিস্ফোরণ
‘বিস্ফোরণের ঠিক আগেই হেঁটে এলাম’
‘মানুষ উড়ে এসে পড়েছিল রাস্তায়, গাড়ির ওপরও’
‘যেন মৃত্যুই তাদের ডেকে নিয়েছিল’
ব্র্যাকের ক্ষতিগ্রস্ত শাখার ব্যাংকিং নবাবপুর শাখায়