দাদা মোস্তাফিজুর বলেন, “যে আশা করে ফাতেমাকে ছোটমনি নিবাসে রেখেছিলাম, সেই অনুযায়ী সেখানে তেমন সেবা-যত্ন পায় না।”
Published : 31 Oct 2022, 11:33 PM
ময়মনসিংহের ত্রিশালে ট্রাকচাপায় এক নারীর মৃত্যুর মুহূর্তে জন্ম নেওয়া আলোচিত শিশু ফাতেমাকে স্বচ্ছল কোনো পরিবারের কাছে দিতে চান স্বজনরা।
সাড়ে ৩ মাস বয়সী শিশুটি বর্তমানে ঢাকার আজিমপুর শিশু পুনর্বাসন কেন্দ্র ছোটমনি নিবাসে রয়েছে। সেখানে সে ভালো সেবাযত্ন পাচ্ছে না দাবি করে নাতনিকে দত্তক দেওয়ার ইচ্ছার কথা জানিয়েছেন দাদা মোস্তাফিজুর রহমান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “যে আশা করে ফাতেমাকে ছোটমনি নিবাসে রেখেছিলাম, সে অনুযায়ী সেখানে তেমন সেবা-যত্ন পায় না। এখন আমার মনে হয়েছে, স্বচ্ছল কোনো পরিবারে যদি ওকে লালন-পালন করা হয়, তাহলে সে ভালোভাবে বড় হবে।”
গত ১৬ জুলাই ত্রিশাল পৌর শহরে ট্রাক চাপায় ওই উপজেলার রাইমনি গ্রামের জাহাঙ্গীর আলম (৪০), তার স্ত্রী রত্না বেগম (৩০) এবং মেয়ে সানজিদা খাতুন (৬) মারা যায়। অন্তঃসত্ত্বা রত্মার মৃত্যুর আগে মুহূর্তে সড়কেই জন্ম হয় ফাতেমার। তবে দুর্ঘটনায় তারও ডান হাতের দুটি হাড় ভেঙে যায়।
একটি বেসরকারি হাসপাতালে কয়েকদিন চিকিৎসার পর শিশুটিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এরপর ময়মনসিংহ জেলা শিশু কল্যাণ বোর্ডের তত্ত্বাবধানে থাকে শিশুটি। অসচ্ছ্বল দাদা-দাদি ও স্বজনদের অনুমতিতে বোর্ডের সভায় তাকে ছোটমনি নিবাসে পাঠানোর সিদ্ধান্ত হয়। গত ২৯ জুলাই থেকে সেখানে রাখা হয়েছে তাকে।
এক-দুই সপ্তাহ পর পর ময়মনসিংহ থেকে ঢাকায় ছোটমনি নিবাসে ফাতেমাকে দেখে যান দাদা। গত শনিবারও স্ত্রীকে নিয়ে নাতনিকে দেখতে যান।
পরে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে মোস্তাফিজুর বলেন, “নাতিন সরকারি ব্যবস্থায় থাকছে, সামনে তো বালা বালা দেখায়, আসলে বাচ্চাটা তেমন বালা নাই, যত্ন পাইতেছে না। নিয়মিত গোসল করানো হয় না, টিস্যু পেপার দিয়ে মুছে দেয়। কাপড়-চোপড় কোনো রকমে গায়ে দিয়ে রাখে। আমি গেলে আগে-পরে বালা কাপড় পরানো হয়, সেটা বুঝতে পারছি।”
ফাতেমার স্বাস্থ্যের অবস্থা ‘ভালো নয়’ দাবি করে তিনি বলেন, “ওর স্বাস্থ্য আগের চেয়ে আরও খারাপ মনে হয়ছে। ডান হাতের হাড় ভেঙে গিয়েছিল, সেটা এখনও ফোলা রয়েছে, ঠিক হয়নি।”
ছোটমনি নিবাসের ভেতরে ‘অবহেলায়’ বাচ্চাদের রাখা এবং কর্মীদের আচারণ নিয়েও প্রশ্ন তোলেন ফাতেমার দাদা মোস্তাফিজুর।
“বড় বাচ্চারা একে-অপরের সঙ্গে দুষ্টামি করলে কর্মীরা চড়-থাপ্পরও মারে। ছোট বাচ্চাগুলোও সেইভাবে যত্ন পায় না। আমাদের বাচ্চাটারে সবসময় বিছানায় শুয়ায় রাখা হয়। সেখানেই খাওয়ানো হয়, সেখানে প্রস্রাব-পায়খানা করে। কর্মীরা কুলে নেয় না। এগুলো দেখে আমার স্ত্রীও বলল- ওকে সেখানে আর রাখব না।”
তবে সমাজ সেবা অধিদপ্তরের অধীন আজিমপুর ছোটমনি নিবাসের উপ-তত্ত্বাবধায়ক জুবলি বেগম রানু নিবাসের সব শিশু সুস্থ আছে বলে দাবি করলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “এখানে ২৯টি শিশু আছে সবাই শারীরিকভাবে সুস্থ আছে। ফাতেমাও ভালো আছে।”
ফাতেমার দাদার অভিযোগের বিষয়ে জুবলি বেগম বলেন, “এটা উনার মনের ব্যাপার, উনার মনের ওপর তো আমার হাত নেই।”
অভাব অনটন ও আর্থিক অস্বচ্ছলতার কারণে ফাতেমাকে ভালোভাবে লালন-পালনের সামর্থ্য নিজেদের নেই বলে জানান মোস্তাফিজুর রহমান।
তিনি বলেন, ফাতেমার আরও দুটো ভাই-বোন আছে। তাদের ভরণ-পোষণ ও লেখাপড়ার দিক নিয়ে তাকেই চিন্তা করতে হচ্ছে।
“আমি এখন সিদ্ধান্ত নিছি, কেউ যদি আমাদের সঙ্গে আত্মীয়তার মত একটা সম্পর্ক করে বাচ্চাটা নিতে চায়, তাহলে দেব। যেহেতু ওর মা-বাবা নেই, যারা ওকে নেবে তারাই মা-বাবা হবে।
“তবে আমাদের সাথে একটা সম্পর্ক থাকলে আমরা যেন দাদা-দাদী হিসেবে দাবি করতে পারি। ওর দুই ভাই-বোন আছে, বড় হয়ে ওদের সাথেও যেন একটা সম্পর্ক থাকে।”
এ বিষয়ে স্থানীয় প্রশাসনের সঙ্গে শিগগিরই যোগাযোগ করবেন বলে জানান মোস্তাফিজুর।
স্বজনদের এই সিদ্ধান্তের বিষয়ে ছোটমনি নিবাসের কর্মকর্তা জুবলি বেগম বলেন, “আমি এখানকার কাস্টোডিয়ান, আমি এদের পালনের মালিক, পালতেছি।
“এখন ফাতেমাকে যদি এখান থেকে নিয়ে যাওয়ার চিন্তা করে থাকেন অভিভাবক, তাহলে আমার ডিজি আছেন (সমাজ সেবা অধিদপ্তর) এবং শিশু কল্যাণ বোর্ডের মাধ্যমে যেহেতু ও (ফাতেমা) এখানে এসেছে, উনারা বুঝবেন।”
তবে ব্যক্তিগত মতামত জানিয়ে তিনি বলেন, “এটা আমার চেয়ারে বসে তত্ত্বাবধায়ক হিসেবে বলছি না, এটা মানুষ হিসাবে আমার মতামত যে, পরিবারের চেয়ে প্রতিষ্ঠান কখনও বড় হতে পারে না। পরিবারের সদস্যদের স্নেহ-ভালবাসা ব্যাপারটি আলাদা।
“তারা যেহেতু এমন সিদ্ধান্ত নিয়েছে, এখন ফাতেমা যদি দেশের বাইরে অ্যাডপ্টেড হত… যেহেতু ওর আরও দুটো ভাই-বোন আছে, তাহলে ভবিষতে সে এদেরকেও হেল্প করতে পারত। ওই দুই বাচ্চাও তো মা-বাবা হারা।”
পুরনো খবর
ত্রিশালের সেই শিশুটির ঠাঁই হচ্ছে ছোটমণি নিবাসে
ময়মনসিংহের সেই নবজাতক ‘প্রায় সুস্থ’, ছাড়পত্র শিগগির
ময়মনসিংহের সেই নবজাতকের শারীরিক ‘অবস্থা উন্নতির দিকে’
ময়মনসিংহে ট্রাকচাপায় ৩ মৃত্যু: চালক দুই দিনের রিমান্ডে
ময়মনসিংহে ট্রাকচাপায় ৩ মৃত্যু: সেই চালক গ্রেপ্তার
ট্রাক চাপায় তিন নিহতে মামলা, চিকিৎসাধীন নবজাতক
সড়কে ভূমিষ্ঠ সেই শিশুকে লালনপালন করবেন দাদা-দাদি
সড়কে ঝরল ৩ প্রাণ: ট্রাকচাপায় মৃত্যুর আগ মুহূর্তে সন্তানের জন্ম
ময়মনসিংহে ট্রাক চাপায় স্বামী-স্ত্রী-সন্তানের মৃত্যু
ত্রিশালের সেই শিশুর পরিবারকে ৫ লাখ টাকা দিতে এক মাস সময়
ট্রাকচাপায় নিহত রত্নার নবজাতকের ক্ষতিপূরণের ৫ লাখ টাকা ব্যাংকে