“আগামী ডিসেম্বরে নির্বাচন হয়ে গেলে তো তখন কিছু একটা করতে হবে। তাই একটি স্থায়ী চাকরি পাওয়াটাকেই আমি গুরুত্বপূর্ণ মনে করেছি।”
Published : 21 Apr 2025, 09:01 PM
অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার সহকারী একান্ত সচিব মো. মোয়াজ্জেম হোসেনকে অব্যাহতি দেওয়া হয়েছে।
সোমবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে তাকে অব্যাহতি দেওয়া হয়।
মোয়াজ্জেম নিজেই রোজার ঈদের আগে গত ২৫ মার্চ আনুষ্ঠানিকভাবে সরকারি চাকরি ছাড়ার আবেদন করেছিলেন বলে দাবি করেছেন।
গত ৮ এপ্রিল উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া তার অব্যাহতির আবেদনে সম্মতি দেন।
যোগাযোগ করা হলে মোয়াজ্জেম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “কিছু চাকরির পরীক্ষা আমি আগেই দিয়ে রেখেছিলাম। আগামী ২২ মে ব্যাংকে নিয়োগের একটি প্রতিযোগিতায় মৌখিক পরীক্ষার জন্য নির্বাচিত হয়েছি। এছাড়া বিসিএস পরীক্ষার ভাইভার জন্যও আমি নির্বাচিত। ভাইভার প্রস্তুতি নিতে হবে। এসব কারণে চাকরি ছেড়েছি।
“মন্ত্রণালয়ে আমার এই চাকরি তো স্থায়ী ছিল না। আগামী ডিসেম্বরে নির্বাচন হয়ে গেলে তো তখন কিছু একটা করতে হবে। তাই একটি স্থায়ী চাকরি পাওয়াটাকেই আমি গুরুত্বপূর্ণ মনে করেছি।”
২০২৪ সালের ৮ অগাস্ট অন্তর্বর্তী সরকার গঠন হওয়ার পর উপদেষ্টা পরিষদে যুক্ত হন আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। বর্তমানে তিনি যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের দায়িত্বে আছেন।
উপদেষ্টা হওয়ার পর নিজের বিশ্ববিদ্যালয়ের বন্ধু মোয়াজ্জেমকে সহকারী হিসেবে বেছে নিয়েছিলেন আসিফ।