ময়মনসিংহের ত্রিশালে বাবা-মা ও সন্তানকে ট্রাকচাপা দিয়ে হত্যার অভিযোগে আটক চালককে জিজ্ঞাসাবাদের জন্য দুই দিনের পুলিশ হেফাজতে পাঠিয়েছে আদালত।
Published : 20 Jul 2022, 08:14 PM
বুধবার দুপুরে ময়মনসিংহের বিচারিক হাকিম মো. তাজুল ইসলাম সোহাগ এই আদেশ দেন বলে মামলার বাদী ত্রিশাল থানার এসআই শাহ সেকান্দর আলী জানান।
গত শনিবার ত্রিশাল পৌরশহরে ট্রাকচাপায় প্রাণ হারান অন্তঃসত্ত্বা রত্না বেগম (৩২), স্বামী জাহাঙ্গীর আলম (৪০) ও ছয় বছরের মেয়ে সানজিদা। মৃত্যুর আগে ঘটনাস্থলে রত্না একটি মেয়ের জন্ম দেন।
ঘটনার পর আলোচনার মধ্যে এসআই শাহ সেকান্দর ট্রাকচালকের বিরুদ্ধে থানায় মামলা করেন। গ্রেপ্তার করা হয় তাকে।
এসআই সেকান্দর বলেন, ট্রাকচালক রাজু আহমেদ শিপনকে আদালতে হাজির করে পাঁচ দিনের রিমান্ড চেয়ে আবেদন করে পুলিশ। বিচারক শুনানি শেষে দুই দিন মঞ্জুর করেন।
তবে আসামিকে রিমান্ডে পাঠানো ক্ষোভ প্রকাশ করেছেন তার আইনজীবী আনারুল ইসলাম আনার।
তিনি বলেন, “আসামিকে রিমান্ডে নেওয়ায় আমরা ক্ষুব্ধ। এসব ঘটনা সারাদেশে অহরহ ঘটছে। আদালতকে আমরা বলেছিলাম রিমান্ড না দেওয়ার পাশাপাশি আসামিকে জামিন দেওয়ার জন্য।
“আসামির বৈধ ড্রাইভিং লাইন্সেসের ফটোকপি আদালতে উপস্থাপন করেছি। তা আদালত নথিভুক্তও করেছে। আসামির জামিনের জন্য আমরা উচ্চ আদালতে আবেদন করব।”
এদিকে ট্রাকচাপায় মায়ের মৃত্যুর আগে জন্ম নেওয়া নবজাতকের শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে বলে জানিয়েছেন ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের এনআইসিইউর বিভাগীয় প্রধান তফাজ্জল হোসেন খান।
ওই হাসপাতালের নবজাতক ওয়ার্ডে আছে শিশুটি। সে জন্ডিস, শ্বাসকষ্ট ও রক্তস্বল্পতায় ভুগছে। তার চিকিৎসায় পাঁচ সদস্য মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে বলে জানান তফাজ্জল হোসেন খান।
আরও পড়ুন: