কবির গ্রুপের মিডিয়া ফোকাল পার্সন মিজানুল ইসলাম জানিয়েছেন, জাহাজটি দুবাইয়ের উদ্দেশ্যে ভোর রাত তিনটার দিকে রওনা করেছে। নাবিকরা সবাই সুস্থ আছেন।
Published : 14 Apr 2024, 08:47 AM
সোমালি জলদস্যুদের হাতে জিম্মি বাংলাদেশি পতাকাবাহী জাহাজ এমভি আব্দুল্লাহ এবং এর নাবিকরা মুক্ত হয়েছেন।
শনিবার বাংলাদেশ সময় ভোর রাত ৩টার দিকে জাহাজটি সোমালিয়া থেকে দুবাই রওনা হয়েছে বলে জাহাজটির মালিকপক্ষ কবির গ্রুপের মিডিয়া ফোকাল পার্সন মিজানুল ইসলাম জানিয়েছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “জাহাজটি দুবাইয়ের উদ্দেশ্যে ভোর রাত তিনটার দিকে রওনা করেছে। নাবিকরা সবাই সুস্থ আছেন।”
দুপুরে আগ্রাবাদের কেএসআরএমের করপোরেট কার্যালয়ে জাহাজের মুক্তিসহ বিভিন্ন বিষয়ে মালিকপক্ষ থেকে জানানো হবে, বলেন মিজানুল।
প্রতিষ্ঠানটির এক কর্মকর্তা নাম প্রকাশ না করে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, জাহাজটির ২৩ জন নাবিকের মধ্যে ১৮ জন দুবাইয়ে নেমে যাবেন, আর তাদের জায়গার যুক্ত হবেন নতুন ১৮ জন। এই নতুনদের সঙ্গে বাকি নাবিকরা পরে দেশে ফিরবেন।
গত ১২ মার্চ দুপুরে ভারত মহাসাগরে সোমালি জলদস্যুদের কবলে পড়ে বাংলাদেশের কবির গ্রুপের এসআর শিপিংয়ের মালিকানাধীন জাহাজ এমভি আবদুল্লাহ।
মোজাম্বিক থেকে ৫৫ হাজার টন কয়লা নিয়ে কয়লা নিয়ে সংযুক্ত আরব আমিরাতে যাচ্ছিল জাহাজটি। জিম্মি ২৩ নাবিকের সবাই বাংলাদেশি।
অস্ত্রের মুখে জাহাজের নিয়ন্ত্রণ নেওয়ার পর সোমালিয়া উপকূলে নিয়ে যায় জলদস্যুরা। সেখানে পৌঁছানোর পর বারবার জাহাজের অবস্থান পরিবর্তন করা হয়।
ছিনতাইয়ের ৯ দিনের মাথায় জলদস্যুদের সাথে তৃতীয় পক্ষের মাধ্যমে যোগাযোগ হয় জাহাজের মালিকপক্ষের। দেন-দরবারের পর অবশেষে জাহাজটি মুক্ত হয়েছে।
পুরনো খবর-
এমভি আবদুল্লাহ: মালিকপক্ষের সঙ্গে জলদস্যুদের প্রথম যোগাযোগ
জলদস্যুর কবলে বাংলাদেশি জাহাজ ‘আবদুল্লাহ’, ২৩ নাবিক জিম্মি
এমভি আবদুল্লাহ: নাবিকদের সঙ্গে নিয়মিত যোগাযোগে মালিকপক্ষ
এমভি আবদুল্লাহ: জিম্মি উদ্ধারে কোন পথে সরকার?
এমভি আবদুল্লাহ: ‘অভিযানের প্রস্তুতি’ নিচ্ছে আন্তর্জাতিক বাহিনী
এমভি আবদুল্লাহ: বীমা কোম্পানির মাধ্যমে জলদস্যুদের সঙ্গে যোগাযোগের চেষ্টা
সোমালিয়া উপকূলে এমভি আবদুল্লাহ, নজর রাখছে ‘অপারেশন আটলান্টা’
এমভি আবদুল্লাহ: ‘জোরপূর্বক’ উদ্ধারে ইইউর প্রস্তাবে বাংলাদেশের ‘না’
এমভি আবদুল্লাহ জাহাজে ১২ দস্যু, এখনো ‘অপারেশন আটলান্টার’ নজরে
জলদস্যুদের কবলে জাহাজ এমভি আবদুল্লাহ: উদ্ধারে অগ্রগতি কী?
জলদস্যুর কবলে জাহাজ: এমভি আবদুল্লাহে জিম্মি যারা
এমভি আবদুল্লাহ: জলদস্যুদের ‘সাড়া মেলার’ অপেক্ষায় মালিকপক্ষ
এমভি আবদুল্লাহ: টাকা না দিলে ‘একজন একজন করে মেরে ফেলার’ হুমকি দিচ্ছে জলদস্যুরা