তিউনিসিয়া উপকূলে নৌকা ডুবে ৩৪ অভিবাসন প্রত্যাশী নিখোঁজ, মৃত ২

লিবিয়ার উপকূল থেকে রওনা হওয়া নৌকাটিতে ৭০ জন আরোহী ছিল বলে উদ্ধার পাওয়া লোকজন জানিয়েছে।

নিউজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 16 March 2024, 06:06 AM
Updated : 16 March 2024, 06:06 AM

ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইতালিতে পৌঁছানোর চেষ্টাকালে তিউনিসিয়ার উপকূলে একটি নৌকা ডুবে অন্তত ৩৪ জন অভিবাসন প্রত্যাশী নিখোঁজ হয়েছেন। এ ঘটনায় দুইজনের মৃত্যু হয়েছে।

শুক্রবার তিউনিসিয়ার ন্যাশনাল গার্ড জানিয়েছে, লিবিয়ার উপকূল থেকে রওনা হওয়া নৌকাটিতে ৭০ জন আরোহী ছিল বলে উদ্ধার পাওয়া লোকজন জানিয়েছে। শুক্রবার তিউনিসিয়ার দক্ষিণাঞ্চলীয় শহর জার্জিসের উপকূলে নৌকাটি ডুবে যায়। ঘটনাস্থল থেকে ৩৪ জনকে উদ্ধার করা হয়েছে।

নৌকাটির আরোহীদের মধ্যে বিভিন্ন দেশের নাগরিক ছিল বলে ন্যাশনাল গার্ড জানিয়েছে।

চলতি সপ্তাহে তিউনিসিয়ার কোস্ট গার্ড আরও পাঁচ অভিবাসন প্রত্যাশীর মৃতদেহ উদ্ধার করেছিল।

রয়টার্স জানিয়েছে, গত সপ্তাহে আবহাওয়ার উন্নতি হওয়ার পর থেকে তিউনিসিয়াসহ আফ্রিকার অভিবাসন প্রত্যাশীদের নৌকাযোগে ইতালির দিকে যাওয়ার ঘটনা বেড়ে গেছে।

তিউনিসিয়ার ন্যাশনাল গার্ডের কর্মকর্তা হুসেম জেবাবলি জানিয়েছেন, দুই দিনে ইতালির পথে রওনা হওয়া ৫৬টি নৌকা থামিয়ে তিন হাজারের বেশি শরণার্থীকে আটক করেছেন তারা। যাদের আটক করা হয়েছে তাদের অধিকাংশই আফ্রিকার সাব-সাহারা অঞ্চল থেকে আসা লোকজন।

আন্তর্জাতিক অভিবাসন বিষয়ক সংস্থা গত মাসে জানিয়েছে, গত বছর তিউনিসিয়ার উপকূলে ১৩১৩ জন অভিবাসন প্রত্যাশীর মৃত্যু হয়েছে অথবা নিখোঁজ হয়েছেন বলে জানা গেছে আর এটি একটি রেকর্ড।

আরও পড়ুন:

Also Read: তুরস্কে উপকূলে শরণার্থী নৌকাডুবি, নিহত ২২

Also Read: ভূমধ্যসাগরে নৌকাডুবিতে ৬০ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যুর আশঙ্কা

Also Read: স্পেনের উপকূলে অভিবাসন প্রত্যাশীদের নৌকায় মৃত ২, নিখোঁজ ৫