হার্ভার্ড বলছে, তারা আইন মেনে চলবে, তবে বিশ্ববিদ্যালয়ের স্বাধীনতা বা সাংবিধানিক অধিকার বিসর্জন দেবে না।
Published : 17 Apr 2025, 02:16 PM
মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের প্রশাসন হার্ভার্ডের কাছে যুক্তরাষ্ট্রের ভিসাধারী কয়েকজনের তথ্য চেয়েছে, তা না দিলে বিশ্ববিদ্যালয়টি বিদেশি শিক্ষার্থী ভর্তির সুযোগ হারাতে পারে বলে সতর্ক করেছে হোমল্যান্ড সিকিউরিটি মন্ত্রণালয়।
বুধবার মন্ত্রী ক্রিস্টি নোম হার্ভার্ডে হোমল্যান্ড সিকিউরিটি মন্ত্রণালয়ের দুটি অনুদান বাতিলেরও ঘোষণা দিয়েছেন। এই অনুদানের অর্থমূল্য ২৭ লাখ ডলারের বেশি বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
নোম বলেছেন, তিনি ম্যাসাচুসেটসের বিশ্ববিদ্যালয়টিকে লেখা এক চিঠিতে তাদের কাছে আগামী ৩০ এপ্রিলের মধ্যে যুক্তরাষ্ট্রের ভিসাধারী বিদেশি শিক্ষার্থীদের ‘বেআইনি ও সহিংস কর্মকাণ্ড’ সংক্রান্ত তথ্য চেয়েছেন।
“হার্ভার্ড যদি দেখাতে না পারে যে তারা নিয়ম মেনে ঠিকঠাক সব তথ্য দিয়েছে, তাহলে তারা বিদেশি শিক্ষার্থী ভর্তির সুযোগ হারাতে পারে,” বিবৃতিতে বলেছেন নোম।
হার্ভার্ডের এক মুখপাত্র বলেছেন, তারা মন্ত্রী নোমের চিঠি এবং অনুদান বাতিল ও বিদেশি শিক্ষার্থীদের ভিসা যাচাই-বাছাই সম্পর্কে অবগত।
তিনি বলেন, বিশ্ববিদ্যালয় চলতি সপ্তাহের শুরুর দিকে এ বিষয়ে যে অবস্থান নিয়েছিল তাতে তারা এখনও অনড়। তারা আইন মেনে চলবে, তবে বিশ্ববিদ্যালয়ের স্বাধীনতা বা সাংবিধানিক অধিকার বিসর্জন দেবে না।
রয়টার্স লিখেছে, ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি অভিযানের বিরুদ্ধে মার্কিন বিশ্ববিদ্যালয়গুলোতে চলা বিক্ষোভ নিয়ে কড়া অবস্থান নিয়েছে ট্রাম্প প্রশাসন। এসব আন্দোলনকারীদের ‘হামাসপন্থি’ ও ‘ইহুদিবিদ্বেষী’ বলছে তারা।
অন্যদিকে আন্দোলনকারীরা বলছে, ফিলিস্তিনের পক্ষে অবস্থান মানেই হামাসকে সমর্থন নয়।
ট্রাম্প প্রশাসন এরই মধ্যে যুক্তরাষ্ট্রজুড়ে শত শত বিদেশি শিক্ষার্থীর ভিসা বাতিল করেছে এবং অনেককে বহিষ্কারের প্রক্রিয়া শুরু করেছে।
হার্ভার্ড আগেই বলেছে, তারা ইহুদিবিদ্বেষসহ যেকোনো বৈষম্য মোকাবেলায় কাজ করে যাবে, তবে বিশ্ববিদ্যালয়ে অ্যাকাডেমিক স্বাধীনতা ও প্রতিবাদের অধিকার রক্ষা করাও তাদের নীতির অংশ।