তুরস্কে উপকূলে শরণার্থী নৌকাডুবি, নিহত ২২

তুরস্কের উত্তর-পশ্চিম প্রদেশ কানাক্কেলের উপকূলে রাবারের এই নৌকা ডুবে নিহতদের মধ্যে আছে ৭ শিশু।

রয়টার্স
Published : 15 March 2024, 05:54 PM
Updated : 15 March 2024, 05:54 PM

তুরস্কের উত্তর-পশ্চিম প্রদেশ কানাক্কেলের উপকূলে রাবারের একটি শরণার্থী নৌকা ডুবে ৭ শিশুসহ অন্তত ২২ জনের মৃত্যু হয়েছে।

শুক্রবার স্থানীয় গভর্নরের কার্যালয় একথা জানিয়েছে। অনুসন্ধান এবং উদ্ধার অভিযান চলছে বলে জানিয়েছে তারা।

এক বিবৃতিতে কানাক্কেলের গভর্নরের কার্যালয় বলেছে, নৌকা উল্টে যাওয়ার পর উপকূলরক্ষীরা দুইজনকে উদ্ধার করেছে। আর দুইজন নিজে কোনওভাবে উদ্ধার পেয়েছে।

কোস্ট গার্ড ও অন্যান্য উদ্ধার কর্তৃপক্ষের একটি বিমান, দুটি হেলিকপ্টার এবং মোট ১৮ টি জাহাজ অনুসন্ধান ও উদ্ধারকাজে নিয়োজিত হয়েছে। কাজ করছে আরও ৫০২ জন কর্মকর্তা।

কাবাতিপি বন্দরের ভিডিও ফুটেজে দেখা গেছে, একটি নৌকা অনুসন্ধান এবংউদ্ধার অযিানে অংশ নিচ্ছে। স্বাস্থ্যকর্মী এবং নিরাপত্তা কর্মকর্তাদেরকে নৌকা থেকে লাশবাহী ব্যাগ বহন করে অ্যাম্বুলেন্সে তুলতে দেখা যায়।

এর আগে কানাক্কেলের গভর্নর ইলহামি আকতাস রাষ্ট্র-পরিচালিত আনাদলু বার্তা সংস্থাকে বলেছিলেন, উদ্ধার পাওয়া চার অভিবাসনপ্রত্যার্শীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নৌকাটিতে কতজন অভিবাসনপ্রত্যাশী ছিল তা তাৎক্ষণিকভাবে স্পষ্ট জানা যায়নি বলে আনাদলুকে জানিয়েছেন গভর্নর।