কর্তৃপক্ষ জানিয়েছে, নিখোঁজ ওই পাঁচ অভিবাসন প্রত্যাশীও মারা গেছেন বলে নৌকাটির অন্য যাত্রীরা জানিয়েছেন।
Published : 13 Mar 2024, 11:43 AM
পশ্চিম আফ্রিকার উপকূল থেকে স্পেনের ক্যানারি দ্বীপপুঞ্জে পৌঁছার চেষ্টা করা অভিবাসন প্রত্যাশীদের একটি কাঠের নৌকার দুই আরোহীকে মৃত অবস্থায় পাওয়া গেছে ও আরও পাঁচ আরোহী নিখোঁজ রয়েছেন।
কর্তৃপক্ষ জানিয়েছে, ওই পাঁচ আরোহীরও মৃত্যু হয়েছে বলে নৌকাটির অন্য যাত্রীরা জানিয়েছেন।
সোমবার স্থানীয় সময় রাত ৮টার দিকে ক্যানারি দ্বীপপুঞ্জের গ্রান কানারিয়া দ্বীপ থেকে ১৪০ কিলোমিটার উত্তরে অভিবাসন প্রত্যাশীদের বহনকারী নৌকাটিকে দেখতে পায় একটি বাণিজ্যিক জাহাজ। তখন তারা গ্রান কানারিয়া দ্বীপের কর্তৃপক্ষকে বিষয়টি জানায়।
উদ্ধার পরিষেবা নৌকাটিকে টেনে গ্রান কানারিয়ার আর্গিনাগিন বন্দরে নিয়ে আসার জন্য একটি টাগবোট পাঠায় আর আহতের সরানোর জন্য হেলিকপ্টার নিয়োগ করে। সেখানে গিয়ে তারা রেডক্রসের কর্মী ও পুলিশ সদস্যদের দেখতে পায়।
স্পেনের সামুদ্রিক উদ্ধার পরিষেবা জানিয়েছে, উদ্ধার অভিযান চালানোর সময় নৌকায় দুইজনকে মৃত অবস্থায় পাওয়া যায়।
পরে মঙ্গলবার ক্যানারি দ্বীপপুঞ্জের রেডক্রস জানায়, নৌকাটির বেঁচে যাওয়া কিছু আরোহী জানিয়েছেন আসার পথে তাদের মধ্যে আরও পাঁচজনের মৃত্যু হয়, কিন্তু তাদের দেহগুলো নৌকা থেকে সাগরে ফেলে দেওয়া হয়।
সামুদ্রিক উদ্ধার পরিষেবা অতিরিক্ত এসব মৃত্যুর কথা নিশ্চিত করতে পারেনি।
রেডক্রস বলেছে, ওই পাঁচটি মৃতদেহ এখনও না পাওয়ায় তাদের নিখোঁজ ব্যক্তি হিসেবে ধরে নেওয়া হয়েছে। নৌকাটি থেকে মৃত দুইজনসহ মোট ৪০ জনকে উদ্ধার করার কথা জানিয়েছে তারা।
উদ্ধার পরিষেবার এক মুখপাত্র রয়টার্সকে জানিয়েছেন, নৌকার আরোহীরা সবাই আফ্রিকার পুরুষ ও নারী। তবে নৌকাটি কোথা থেকে যাত্রা শুরু করেছিল সে বিষয়ে বিস্তারিত কিছু জানাননি তিনি।
ইউরোপীয় ইউনিয়নের সীমান্ত সংস্থা ফ্রন্টেক্স জানিয়েছে, পশ্চিম আফ্রিকা থেকে ইউরোপীয় ইউনিয়নে প্রবেশ করতে চাওয়া অনিয়মিত অভিবাসন প্রত্যাশীদের ব্যস্ততম রুট হয়ে উঠেছে ক্যানারি দ্বীপপুঞ্জমুখি আটলান্টিক জলপথ।
স্পেনের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ২৯ ফেব্রুয়ারি পর্যন্ত এ জলপথ ধরে ক্যানারি দ্বীপপুঞ্জে মোট ১১৯৩২ জন অভিবাসন প্রত্যাশী এসে হাজির হয়েছে। আগের বছরের একই সময়ের তুলনায় আগত অভিবাসন প্রত্যাশীদের সংখ্যা ছয়গুণেরও বেশি বেড়েছে। ২০২৩ সালের একই সময় এসেছিল ১৮৬৫ জন অভিবাসন প্রত্যাশী।