ইসরায়েলের দক্ষিণাঞ্চলে হামাসের হামলার জেরে গাজা ভূখণ্ডে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে পশ্চিম তীরে সহিংসতার ঘটনা বেড়ে গেছে।
Published : 06 Dec 2023, 02:02 PM
ফিলিস্তিনের ইসরায়েল অধিকৃত পশ্চিম তীরে সহিংসতার জন্য দায়ী উগ্রপন্থি ইসরায়েলি বসতি স্থাপনকারীদের বিরুদ্ধে ভিসা নিষেধাজ্ঞা আরোপের ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র।
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেন বলেছেন, ফিলিস্তিনিদের লক্ষ্য করে আক্রমণ চালানো ইসরায়েলি বসতি স্থাপনকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছেন তিনি। তবে সহিংসতার অভিযোগ আছে এমন ফিলিস্তিনিদের বিরুদ্ধেও একই নিষেধাজ্ঞা আরোপ করা হবে বলে জানিয়েছেন তিনি।
৭ অক্টোবর ইসরায়েলের দক্ষিণাঞ্চলে হামাসের প্রাণঘাতী হামলার জেরে গাজা ভূখণ্ডে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে পশ্চিম তীরে হামলার ঘটনা বেড়ে গেছে।
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ম্যাথিউ মিলার বলেছেন, কয়েক ‘ডজন’ চরমপন্থি ইসরায়েলি ও তাদের পরিবারের কিছু সদস্যদের বিরুদ্ধে এ নিষেধাজ্ঞা আরোপ করা হবে। যারা এ তালিকায় আছে তাদের নাম প্রকাশে আইনি বাধা আছে বলে জানিয়েছেন তিনি।
অবশ্য মার্কিন পাসপোর্টধারী ইসরায়েলিদের ক্ষেত্রে এ নিষেধাজ্ঞা প্রযোজ্য হবে না।
পশ্চিম তীরে বসতি স্থাপনকারীদের নিয়ে ইসরায়েলের সরকারের অবস্থানে হতাশ ওয়াশিংটন। তাদের এ পদক্ষেপ সেই হতাশারই প্রতিফলন বলে ধারণা বিবিসির।
ইসরায়েলের চরমপন্থি জাতীয় নিরাপত্তামন্ত্রী ইতামার বেন-জিভির ও অর্থমন্ত্রী বেজালেল স্মোস্ত্রিচ পশ্চিম তীরে ইসরায়েলি বসতি স্থাপনকারীদের সহিংসতাকে কমিয়ে দেখানোর চেষ্টার অভিযোগ অভিযুক্ত হয়েছিলেন। তারা দুইজনেই পশ্চিম তীরে বসতি স্থাপনকারী।
সম্প্রতি পশ্চিম তীরের ফিলিস্তিনিরা বিবিসিকে জানিয়েছেন, ইসরায়েলি বসতি স্থাপনকারীরা গাজা যুদ্ধকে জমি দখলের সুযোগ হিসেবে ব্যবহার করছে।
১৯৬৭ সালে আরব-ইসরায়েল যুদ্ধের সময় ইসরায়েল পশ্চিম তীর ও পূর্ব জেরুজলেম দখল করে নেয়। তখন থেকে এসব এলাকায় ২৫০টিরও বেশি বসতি গড়ে তোলে তারা। এখন এসব বসতিতে ৭ লাখেরও বেশি ইহুদি বসবাস করছে।
বিশ্বের বেশিরভাগ দেশই আন্তর্জাতিক আইন অনুযায়ী এই বসতিগুলোকে অবৈধ বলে বিবেচনা করে। তবে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র এই ধারণার সঙ্গে দ্বিমত পোষণ করে আসছে।
জাতিসংঘ জানিয়েছে, তারা ৭ অক্টোবর থেকে পশ্চিম তীরে ফিলিস্তিনিদের বিরুদ্ধে বসতি স্থাপনকারীদের ৩১৪টি হামলার ঘটনা রেকর্ড করেছে। এসব হামলায় বহু ফিলিস্তিনি নিহত ও আহত হয়েছে এবং তাদের মালিকানাধীন সম্পত্তি ক্ষতিগ্রস্ত হয়েছে।
একই সময়কালে ফিলিস্তিনিদের পাল্টা হামলায় মাত্র চারজন ইসরায়েলি নিহত হয়েছে। এরমধ্যে তিনজন ইসরায়েলের নিরাপত্তা বাহিনীর সদস্য।
আরও পড়ুন: