“প্রশাসনকে ফাঁকি দিতে রাতের বেলায় পাহাড় কাটা শুরু করে চক্রটি। অনুমোদনহীনভাবে বেশ উঁচু পাহাড় কর্তন করে সমান করে ফেলা হয়। ”
Published : 18 Apr 2025, 03:39 PM
খাগড়াছড়ির দীঘিনালায় অবৈধভাবে পাহাড় কাটার খবরে অভিযান চালিয়ে এক ব্যক্তিকে দুই লাখ টাকা জরিমানা করা হয়েছে।
বৃহস্পতিবার রাত আড়াইটার দিকে উপজেলার মেরুং ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের ছোট মেরুং এলাকায় এ অভিযান পরিচালনা করেন দীঘিনালা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মামুনুর রশীদ।
এসময় অবৈধভাবে পাহাড় কাটার দায়ে মো. নুরুল হককে ২ লাখ টাকা জরিমানা করা হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মামুনুর রশীদ বলেন, “প্রশাসনকে ফাঁকি দিতে রাতের বেলায় পাহাড় কাটা শুরু করে চক্রটি। অনুমোদনহীনভাবে বেশ উঁচু পাহাড় কর্তন করে সমান করে ফেলা হয়।
পরে গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার রাতে আমরা অভিযান পরিচালনা করি। অবৈধভাবে পাহাড় কাটার দায়ে বালু মহল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর ধারা মতে জমির মালিককে দুই লাখ টাকা জরিমানা এবং অনাদায়ে তিন মাসের জেল প্রদান করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা আরও বলেন, এই জরিমানা তাৎক্ষণিকভাবে পরিশোধ করা হয় এবং পাহাড় কাটার বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।