থাইল্যান্ডে শিক্ষার্থীদের চুল রাখা নিয়ে শিক্ষামন্ত্রণালয়ের বহুদিনের একটি বহুল বিতর্কিত নিয়মের অবসান ঘটিয়েছে আদালত।
Published : 07 Mar 2025, 10:30 PM
থাইল্যান্ডে স্কুলের শিক্ষার্থীদের চুল রাখা নিয়ে শিক্ষা মন্ত্রণালয়ের ৫০ বছরের পুরোনো নিয়ম তুলে নিয়েছে সুপ্রিম অ্যাডমিনিস্ট্রেটিভ কোর্ট।
এর মধ্য দিয়ে দেশটিতে শিক্ষার্থীদের চুল রাখা নিয়ে শিক্ষক, শিক্ষার্থী এবং অভিভাবকদের মধ্যকার বিবাদ এবং বহুদিনের একটি বহুল বিতর্কিত নিয়মের অবসান ঘটেছে।
১৯৭৫ সালে থাই শিক্ষামন্ত্রণালয়ের চালু করা নিয়মানুসারে এতদিন দেশটিতে স্কুলের ছেলে শিক্ষার্থীদের চুল ছোট রাখতে হত। আর মেয়েদের চুল কান পর্যন্ত বব কাট করে রাখতে হত।
বাস্তবে অনেক স্কুলই শিক্ষার্থীদের চুল কাটার এই নিয়ম শিথিল করেছিল। তবে কিছু স্কুলে ১৯৭৫ সালের সামরিক জান্তা সরকার প্রণীত চুল ছাঁটার ওই নিয়ম কঠোরভাবে মেনে চলা হত।
নিয়ম কেউ না মানলে তার চুল জোর কেটে দেওয়া হত। এই নিয়মের বিরুদ্ধে ২০২০ সালে ২৩টি সরকারি স্কুলের পক্ষ থেকে শিক্ষার্থীরা আদালতে আবেদন (পিটিশন) করে। আবেদনে পুরোনো নিয়মটিকে অসাংবিধানিক বলে যুক্তি দেখানো হয়।
সেই আবেদনের পক্ষেই এবার আদালত রায় দিয়েছে। রায়ে বলা হয়েছে, ১৯৭৫ সালের ওই নিয়ম সংবিধানস্বীকৃত ব্যক্তিস্বাধীনতা পরিপন্থি এবং আজকের আধুনিক সমাজের সঙ্গে বেমানান।