লেবাননে স্থল আক্রমণ শুরু করার পর থেকে একদিনে সবচেয়ে বেশি ইসরায়েলি সেনা নিহত হওয়ার অন্যতম ঘটনা এটি। লেবাননে হিজবুল্লাহর সঙ্গে লড়াইয়ে ৬ ইসরায়েলি সেনা নিহত
Published : 14 Nov 2024, 01:22 PM
লেবাননের দক্ষিণাঞ্চলে হিজবুল্লাহর যোদ্ধাদের সঙ্গে লড়াইয়ে ছয় ইসরায়েলি সেনা নিহত হয়েছেন বলে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) জানিয়েছে।
বুধবার রাতে আইডিএফ জানায়, নিহত সেনারা সবাই গোলানি ব্রিগেডের ৫১ ব্যাটেলিয়নের সদস্য।
নিহতদের মধ্যে একজন ইসরায়েলি সেনাবাহিনীর ক্যাপ্টেন পর্যায়ের কর্মকর্তা আর বাকি সবাই সার্জেন্ট অথবা ফার্স্ট সার্জেন্ট। তাদের সবার বয়স ২০ থেকে ২২ বছরের মধ্যে।
ইসরায়েলি গণমাধ্যম হাআরেজ জানিয়েছে, ইসরায়েলি সেনারা দক্ষিণ লেবাননের এক গ্রামে একটি ভবনে প্রবেশ করার পর প্রাণঘাতী হামলার ঘটনাটি ঘটে। ওই ভবনটিতে চার হিজবুল্লাহ যোদ্ধা অবস্থান করছিল বলে ধারণা করা হচ্ছে। তাদের সঙ্গে গোলাগুলিতে ওই ইসরায়েলি সেনারা নিহত হন।
এ ঘটনায় আহত অপর এক সেনাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ইসরায়েলের রাষ্ট্রায়ত্ত সম্প্রচারমাধ্যম কান জানিয়েছে, পরে ইসরায়েলি বাহিনী পাল্টা হামলা চালিয়ে ওই চার হিজবুল্লাহ যোদ্ধাকেও হত্যা করেছে।
ইসরায়েলি বাহিনী লেবাননের ইরানপন্থি রাজনৈতিক ও সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর বিরুদ্ধে সেপ্টেম্বরের শেষ পর্যায়ে এসে আক্রমণ শুরু করার পর থেকে একদিনে সবচেয়ে বেশি ইসরায়েলি সেনা নিহত হওয়ার অন্যতম ঘটনা এটি।
এর আগে ২ অক্টোবর দক্ষিণ লেবাননে হিজবুল্লাহ যোদ্ধাদের সঙ্গে লড়াইয়ে ইসরায়েলি বাহিনীর আট সেনা নিহত হয়েছিল। এ পর্যন্ত সেটিই লেবাননে একদিনে সবচেয়ে বেশি ইসরায়েলি সেনা নিহত হওয়ার ঘটনা।
আইডিএফের প্রকাশিত তথ্য অনুযায়ী, গত বছরের ৭ অক্টোবর থেকে এ পর্যন্ত ৭৯২ জন ইসরায়েলি সেনা নিহত হয়েছেন, তাদের মধ্যে ৩৭৩ জন নিহত হয়েছেন ১ অক্টোবর দক্ষিণ লেবাননে ইসরায়েলি বাহিনী স্থল অভিযান শুরু করার পর থেকে।