এদিন সকালে মাত্র ৪ ঘণ্টার মধ্যে গঙ্গা, যমুনা ও পৌরাণিক নদী সরস্বতীর মিলনস্থলে এক কোটিরও বেশি ভক্ত স্নান করেছেন।
Published : 12 Feb 2025, 04:12 PM
ভারতের উত্তর প্রদেশে চলমান মহাকুম্ভ মেলায় পাপ থেকে মুক্তি পেতে মাঘী পূর্ণিমার সকালে এক কোটিরও বেশি হিন্দু ভক্ত ‘পবিত্র’ পানিতে ডুব দিয়েছেন।
ছয় সপ্তাহব্যাপী এই মেলার অন্যতম পবিত্র দিন বুধবার। পঞ্জিকা অনুযায়ী ১২ ফেব্রুয়ারি দেশটিতে মাঘী পূর্ণিমা পালিত হচ্ছে।
এদিন সকালে মাত্র চার ঘণ্টার মধ্যে প্রয়াগরাজে (সাবেক এলাহাবাদ) গঙ্গা, যমুনা ও পৌরাণিক নদী সরস্বতীর মিলনস্থল ত্রিবেণী সঙ্গমে এক কোটিরও বেশি ভক্ত স্নান করেছেন বলে কর্তৃপক্ষ জানিয়েছে। স্থানীয় সময় সন্ধ্যা ৭টা ২২ মিনিটে মাঘ পূর্ণিমার তিথি শেষ হওয়ার আগেই আরও লাখ লাখ ভক্ত মেলায় এসে হাজির হবেন বলে ধারণা কর্তৃপক্ষের।
হিন্দু ধর্মীয় এই উৎসবকে বিশ্বজুড়ে মানুষের সবচেয়ে বড় মিলনমেলা বলে বিবেচনা করা হয়। মেলার এই ভিড় সামাল দিতে স্বেচ্ছাসেবকদের পাশাপাশি প্রচুর পুলিশ মোতায়েন করা হয়েছে। কর্তৃপক্ষ সাধারণ অ্যাম্বুলেন্সের পাশাপাশি জলপথের অ্যাম্বুলেন্স, আকাশপথের (এয়ার) অ্যাম্বুলেন্সও প্রস্তুত রেখেছে।
উত্তর প্রদেশ রাজ্য পুলিশ প্রধান প্রশান্ত কুমার রয়টার্সকে বলেন, “এই শহরে একদিনে বহু দেশের জনসংখ্যার চেয়েও বেশি মানুষ এসে হাজির হয়েছে আর প্রতি মিনিটে তাদের সংখ্যা বাড়ছে।”
তিনি জানান, যে পরিমাণ মানুষ এসে হাজির হয়েছে তা মেলার জন্য যে অবকাঠামো গড়ে তোলা হয়েছে তার সর্বোচ্চ পরীক্ষা নিচ্ছে, ফলে প্রচুর ট্র্যাফিক জ্যাম ও গন্তব্যে পৌঁছতে দেরি হওয়া অবশ্যম্ভাবী হয়ে দাঁড়িয়েছে।
গণমাধ্যম জানিয়েছে, প্রয়াগরাজে ঢোকার আগেই ৩০০ কিলোমিটার দীর্ঘ রাস্তা জুড়ে যানজট লেগেছে। এতে আটকা পড়েছেন হাজার হাজার মানুষ।
কর্তৃপক্ষ জানায়, ভোর ৪টা থেকে সকাল ৮টার মধ্যেই এক কোটিরও বেশি মানুষ ত্রিবেণী সঙ্গমে স্নান সেরেছেন, এ সংখ্যা আরও বাড়বে।
কঠোর সতর্কতা সত্ত্বেও মেলায় নিরাপত্তা বজায় রাখা একটি চ্যালেঞ্জ হয়ে উঠেছে। এ পর্যন্ত সাত কোটি ৬০ লাখের বেশি মানুষ পাপ মোচনের আশায় নদী সঙ্গমে স্নান করতে এসেছেন। ভারতের প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী থেকে শুরু করে চলচ্চিত্র তারকা ও ধনকুবেররাও এ মিছিলে শামিল হয়েছেন।
সব সতর্কতা সত্ত্বেও ২৯ জানুয়ারি ভিড়ের চাপে হুড়োহুড়ি ও পদদলনের ঘটনায় ৩০ জনেরও বেশি মানুষের মৃত্যু হয় বলে কর্মকর্তারা জানিয়েছেন।
এবার ১৪৪ বছর পর মহাকুম্ভের পূণ্য তিথির মাঝে মাঘী পূর্ণিমা পড়ায় এক ‘দুর্লভ মহাযোগ’ তৈরি হয়েছে বলে ভাষ্য ভারতীয় গণমাধ্যমের। ফলে দিনটির গুরুত্ব বহুগুণ বেড়ে গেছে।
আরও পড়ুন:
মহাকুম্ভে পৌঁছতে ৩০০ কিমি যানজট, জ্যামেই কাটছে ৪৮ ঘণ্টা!
ভারতের কুম্ভ মেলায় পদদলিত হয়ে মৃত প্রায় ৪০
এবছর মহা কুম্ভ মেলায় নজর কাড়ছেন অদ্ভুত যে সাধু বাবারা