গ্রিনিচ মান সময় ১৩টা, বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টার দিকে তাকে প্রথম আদালতে তোলা হবে, বলেছে আইসিসি।
Published : 14 Mar 2025, 02:21 PM
ফিলিপিন্সের সাবেক প্রেসিডেন্ট রদরিগো দুতার্তেকে শুক্রবার গ্রিনিচ মান সময় ১৩টার দিকে (বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টায়) প্রথম হেগের আন্তর্জাতিক অপরাধ আদালতে (আইসিসি) হাজির করা হবে।
বৃহস্পতিবার আইসিসি দুতার্তের প্রথম শুনানির এ দিনক্ষণ জানায় বলে এক প্রতিবেদনে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
ফিলিপিন্সের সাবেক এ প্রেসিডেন্টের আমলে ‘মাদকের বিরুদ্ধে যুদ্ধে’ মানবতাবিরোধী অপরাধ সংঘটিত হয়েছে অভিযোগে আইসিসি এই গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছিল।
হংকং থেকে দেশে ফেরার পর মঙ্গলবার সাবেক এ প্রেসিডেন্টকে ম্যানিলা বিমানবন্দর থেকে গ্রেপ্তার করে ফিলিপিন্সের পুলিশ। পরে তাকে নেদারল্যান্ডসের হেগে আন্তর্জাতিক অপরাধ আদালতে পাঠিয়ে দেওয়া হয়।
বুধবার হেগে পৌঁছানোর পর দুতার্তেকে হেফাজতে নেয় আইসিসি।
২০১৬ থেকে ২০২২ সালের মধ্যে হওয়া মাদকবিরোধী অভিযানে দক্ষিণ পূর্ব এশিয়ার দেশটি হাজারের বেশি মানুষের মৃত্যু দেখেছিল।
এর মধ্যেই দুতার্তের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে, যাতে ফিলিপিন্সের সাবেক এ প্রেসিডেন্ট ‘মাদকের বিরুদ্ধে যুদ্ধের’ সব দায় নিজের ঘাড়ে নিয়েছেন।
আইসিসির মামলা লড়ার প্রস্তুতির মধ্যে তিনি এ ভিডিও বানান। ভিডিওটি হেগে যাওয়ার পথে বিমানেই ধারণ করা হয়েছে বলে মনে করা হচ্ছে।
এই ভিডিও বার্তায় দুতার্তে বলেন, “অতীতে যাই ঘটুক না কেন আমি আমাদের আইন প্রয়োগকারী ও সামরিক বাহিনীর সামনে থাকবো। আমি ইতোমধ্যেই এটি বলেছি যে আমি আপনাদের রক্ষা করবো, আমি সবকিছুর জন্য দায়ী থাকবো।”
“এই বিচারে দীর্ঘ সময় লাগতে পারে। কিন্তু আপনাদের বলছি, আমি আমার দেশের সেবা চালিয়ে যাবো। আমি ঠিক আছি, উদ্বিগ্ন হয়েন না,” বলেন ৭৯ বছর বয়সী এই রাজনীতিক।
আইসিসির পরোয়ানায় গ্রেপ্তার ফিলিপিন্সের সাবেক প্রেসিডেন্ট দুতার্তে
ফিলিপিন্সের 'মাদকের বিরুদ্ধে যুদ্ধের' পুরো দায় নিলেন দুতার্তে