ওসমানী নগর উপজেলার সৈয়দ মান্দারুকা গ্রাম থেকে শুক্রবার তাকে গ্রেপ্তারের তথ্য দিয়েছেন ওসি এনামুল হক।
Published : 18 Apr 2025, 08:57 PM
সিলেটের বিশ্বনাথে মাদ্রাসা এক ছাত্রীকে (১৭) অপহরণ করে একাধিকবার ‘ধর্ষণের’ অভিযোগে এক শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার ভোরে ওসমানীনগর উপজেলার সৈয়দ মান্দারুকা গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছেন বিশ্বনাথ থানার ওসি এনামুল হক চৌধুরী।
সেলিম মিয়া (৪২) নামে এই শিক্ষক ওই গ্রামের মৃত শুকুর আলীর ছেলে। তিনি বিবাহিত এবং তার সংসার তিনটি সন্তান রয়েছে।
ভুক্তভোগী ছাত্রীকে ডাক্তারি পরীক্ষার জন্য সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলেও বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান ওসি।
তিনি বলেন, “ধর্ষণের শিকার মাদ্রাসা ছাত্রীর বাবা সেলিমকে একমাত্র আসামি করে শুক্রবার রাতে নারী ও শিশু নির্যাতন দমন আইনে বিশ্বনাথ থানায় একটি মামলা করেছেন। মামলায় অচেনা এক অটোরিকশা চালককেও আসামি করা হয়েছে।”
তিনি বলেন, এ মামলায় সেলিমকে আদালতে সোপর্দ করার পর বিচারক কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন।
মামলায় অভিযোগ করা হয়েছে, মেয়েটি স্থানীয় একটি মাদ্রাসার নবম শ্রেণির ছাত্রী। রমজান মাসে স্থানীয় মসজিদে ক্বারিয়ানা কোর্সে ভর্তি হয় সে। তখন সেখানে শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন গ্রেপ্তার সেলিম মিয়া। মাদ্রাসায় আসা-যাওয়ার সময় এই শিক্ষক তাকে ‘বিয়ের প্রলোভন দেখিয়ে একাধিকবার খারাপ প্রস্তাব দেন’।
এজাহারে বলা হয়েছে, মেয়েটি ‘রাজি না হওয়ায়’ বুধবার সকাল ৯টার দিকে মাদ্রাসায় যাওয়ার পথে তাকে ‘জোর করে’ সিএনজিচালিত অটোরিকশায় তুলে অচেনা জায়গায় নিয়ে যান সেলিম। সেখানে তাকে একাধিকবার ‘ধর্ষণ’ করা হয়। সে দিন বিকাল ৫টার দিকে তাকে অটোরিকশায় করে এনে বাড়ির সামনে ‘ফেলে রেখে যায়’।