সি ট্রাকে প্রতিবার ৩০০ মানুষ পরিবহন করা যাবে বলে জানায় কর্তৃপক্ষ।
Published : 18 Apr 2025, 09:00 PM
কক্সবাজার-মহেশখালী নৌপথে প্রথমবারের মত পরীক্ষামূলকভাবে সি ট্রাক চলাচল শুরু হয়েছে।
শুক্রবার সকালে এই পথে সি ট্রাক সার্ভিসের উদ্বোধনের পাশাপাশি মহেশখালী ঘাটে স্থাপন করা হয়েছে পল্টুন।
সি ট্রাক যাত্রা শুরুর ৩৫ মিনিটের মধ্যে মহেশখালী জেটিতে পৌঁছায়। এ সময় স্থানীয়দের উচ্ছ্বাস প্রকাশ করতে দেখা যায়।
দ্বীপ উপজেলা মহেশখালীতে যাতায়াতের জন্য ১০ কিলোমিটার সমুদ্র পথে ফেরি চলাচলের দাবি ছিল দীর্ঘদিনের।
এই সি ট্রাকটিকে দীর্ঘ আন্দোলনের ফসল হিসেবে দেখছেন দ্বীপবাসী।
মহেশখালীর হোয়ানক এলাকার বাসিন্দা আব্দুর রশিদ বলেন, “এই রুটে স্পিডবোটে যাতায়াতের সময় প্রায়ই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনা রোধে সি ট্রাক চালুর বিকল্প ছিল না। এটি চালুর ফলে মহেশখালীর মানুষ নিরাপদে যাতায়াত করতে পারবে।”
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষের পরিচালক (প্রশাসন) একেএম আরিফ উদ্দিন বলেন, “আজ থেকে কক্সবাজার-মহেশখালী নৌপথে পরীক্ষামূলক সি ট্রাক চালু হয়েছে। পরে অনুষ্ঠানিকভাবে যাত্রা করবে।“
এই সি ট্রাকে প্রতিবার ৩০০ মানুষ পরিবহন করা যাবে বলে জানান আরিফ উদ্দিন।
মহেশখালী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান জয়নাল আবেদীন বলেন, “প্রথমবারের মত যাত্রী নিয়ে সি ট্রাক ভিড়েছে মহেশখালী জেটি ঘাটে। দ্বীপের মানুষের উচ্ছ্বাস দেখে ভীষণ ভালো লাগছে। জনগণের দুর্ভোগ লাঘব করতে আমরা সম্মিলিতভাবে এগিয়ে আসব।”
জাতীয় নাগরিক পার্টি-এনসিপির কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব এসএম সুজা উদ্দিন বলেন, “আমাদের দ্বীপবাসীদের দীর্ঘদিনের দাবি ছিল কক্সবাজার মহেশখালী নৌপথে সি ট্রাক চালু করার। অবশেষে আজ সে স্বপ্ন ধরা দিয়েছে। এতে দ্বীপের মানুষের দুর্ভোগ কেটে যাবে।”
আগামী ২৫ এপ্রিল নৌ পরিবহন উপদেষ্টার উপস্থিতিতে আনুষ্ঠানিকভাবে এই নৌপথে ‘সি ট্রাক’ চলাচল শুরুর কথা রয়েছে বলে জানিয়েছে বিআইডব্লিউটি।