হুতিদের ক্ষেপণাস্ত্র হামলার কিছুক্ষণের মধ্যেই ইসরায়েল থেকে প্রায় ২০০০ কিলোমিটার দূরে ইয়েমেনে গিয়ে হামলা চালায় ইসরায়েলি বাহিনী।
Published : 19 Dec 2024, 02:47 PM
ইয়েমেনের রাজধানী সানা ও বন্দর শহর হোদেইদাহসহ দেশটির বিভিন্ন অংশে ইসরায়েলের ধারবাহিক তীব্র বিমান হামলায় অন্তত নয়জন নিহত হয়েছেন।
বৃহস্পতিবার ইসরায়েল লক্ষ্য করে হুতিরা একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছোড়ার কিছুক্ষণ পর এসব হামলা চালানো হয়।
টাইমস অব ইসরায়েল জানায়, হুতিদের ওই ক্ষেপণাস্ত্রে ইসরায়েলে কেউ জখম হয়নি।
ইসরায়েলের সামরিক বাহিনী জানিয়েছে, ইসরায়েলের আকাশসীমায় প্রবেশের আগেই দীর্ঘ পাল্লার অ্যারো এয়ার ডিফেন্স সিস্টেম দিয়ে হুতিদের ক্ষেপণাস্ত্রটি ধ্বংস করে দিয়েছে তারা। তবে এর পড়ন্ত শ্রাপনেলের আঘাতে তেল আবিব জেলার রামাত গান শহরের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এই নিয়ে চলতি সপ্তাহে ইয়েমেন থেকে ইসরায়েল লক্ষ্য করে দ্বিতীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছোড়া হল, এ সময় হুতিরা একটি ড্রোন হামলাও চালায়।
ইয়েমেনের অধিকাংশ অংশ নিয়ন্ত্রণকারী হুতিদের প্রধান গণমাধ্যম আল-মাসিরাহ টেলিভিশন জানিয়েছে, বৃহস্পতিবার ভোররাতে ইসরায়েলি বিমান হামলায় নয়জন নিহত হয়েছেন। তাদের মধ্যে সাতজন সালিফ বন্দরে এবং বাকিরা রাস ঈসা তেল স্থাপনায় হওয়া দু’টি বিমান হামলায় নিহত হয়েছেন।
উভয় শহরই ইয়েমেনের পশ্চিমাঞ্চলীয় প্রদেশ হোদেইদাহে অবস্থিত বলে জানিয়েছে আলজাজিরা। এর পাশাপাশি রাজধানী সানার দক্ষিণ ও উত্তর দিকে দুই কেন্দ্রীয় বিদ্যুৎ কেন্দ্রেও হামলা চালায় ইসরায়েরি যুদ্ধবিমানগুলো।
আল-মাসিরাহের প্রতিবেদনে বলা হয়েছে, “ওই বন্দর লক্ষ্য করে শত্রুরা চারটি আক্রমণাত্মক অভিযান চালিয়েছে আর তেল স্থাপনাকে লক্ষ্যস্থল করে দুটি আক্রমণ চালানো হয়েছে।”
ইসরায়েলের সামরিক বাহিনীর বিবৃতি অনুযায়ী, ইসরায়েলের বিমান বাহিনীর (আইএএফ) আকাশযানগুলো ইয়েমেন আক্রমণে অংশ নিয়েছে, এগুলোর মধ্যে যুদ্ধবিমান, জ্বালানিবাহী বিমান ও গোয়েন্দা বিমান ছিল। হুতিদের ক্ষেপণাস্ত্র হামলার কিছুক্ষণের মধ্যেই ইসরায়েল থেকে প্রায় ২০০০ কিলোমিটার দূরে গিয়ে হামলাগুলো চালানো হয়।
এর আগে হোদেইদাহ বন্দরে আরও দুইবার হামলা চালিয়েছিল ইসরায়েল। আর এবার প্রথমবারের মতো ইয়েমেনের রাজধানী সানায় হামলা চালিয়েছে তারা, জানিয়েছে ইসরায়েলি বাহিনী।
ইসরায়েরি বিমানগুলো হোদেইদাহ বন্দরে জাহাজ টেনে আনার টাগবোটগুলোতে আঘাত হেনেছে।
টাইমস অব ইসরায়েল জানিয়েছে, ইয়েমেনে এসব হামলা চালানোর জন্য আইএএফ কয়েক সপ্তাহ আগে থেকেই প্রস্তুতি নেওয়া শুরু করেছিল আর হুতিরা যখন ইসরায়েলের উদ্দেশে ক্ষেপণাস্ত্র ছুড়েছে তখন ইসরায়েলি বিমানগুলো ইয়েমেনের পথেই ছিল।
Breaking: New FAFO sighting from Israeli airstrikes in Houthi-controlled Sana'a, Hodeidah and Ras Isa Port pic.twitter.com/IKtPm1YaXo
— Eitan Fischberger (@EFischberger) December 19, 2024
আরও পড়ুন:
ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলার পর ইয়েমেনের বিভিন্ন অংশে বিমান হামলা