ইউক্রেইনে রাশিয়ার ব্যাপক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার পর এমন চিন্তা-ভাবনা করার কথা জানালেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট।
Published : 07 Mar 2025, 09:20 PM
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প বলেছেন, একটি যুদ্ধবিরতি এবং শান্তি চুক্তি না হওয়া পর্যন্ত রাশিয়ার ওপর ব্যাপক-মাত্রায় নিষেধাজ্ঞা ও শুল্ক আরোপের জোরাল চিন্তাভাবনা করছেন তিনি।
ইউক্রেইনে বৃহস্পতিবার রাতভর রাশিয়ার ব্যাপক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার প্রেক্ষপটে এমন চিন্তা-ভাবনা করার কথা জানালেন ট্রাম্প।
শুক্রবার নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ স্যোশালে তিনি লেখেন, “রাশিয়া এ মুহূর্তে যুদ্ধক্ষেত্রে ইউক্রেইনের ওপর পুরোপুরি বোমাবর্ষণ চালাচ্ছে- এই বাস্তবতার ভিত্তিতে আমি রাশিয়ার ওপর ব্যাপক মাত্রায় ব্যাংকিং নিষেধাজ্ঞা, নিষেধাজ্ঞা এবং শুল্ক আরোপের দৃঢ় চিন্তা-ভাবনা করছি, যতক্ষণ না একটি যুদ্ধবিরতি কিংবা শান্তি পৌঁছাতে একটি চূড়ান্ত চুক্তি না হচ্ছে।”
রাশিয়া এবং ইউক্রেইনকে উদ্দেশ্য করে ট্রাম্প আরও লেখেন, “বেশি দেরি হয়ে যাওয়ার আগেই এ মুহূর্তে আলোচনার টেবিলে আসুন। ধন্যবাদ!!”
ইউক্রেইনজুড়ে রাশিয়া বৃহস্পতিবার রাতভর হামলা চালিয়েছে। এতে শিশুসহ অন্তত ১৮ জন আহত হয়। হামলার মূল লক্ষ্য ছিল জ্বালানি অবকাঠামো ও গ্যাস উৎপাদন কেন্দ্র। এসব অবকাঠামোয় প্রায় ৭০ টি ক্ষেপণাস্ত্র ও ২০০ ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া।
ইউক্রেইনে তিনবছর আগে রাশিয়া আগ্রাসন শুরু করে। এরপর থেকে রাশিয়াকে নিরস্ত করতে দেশটির ওপর যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য এবং ইউরোপীয় ইউনিয়নের পাশাপাশি অস্ট্রেলিয়া, কানাডা এবং জাপানও ২১ হাজারের বেশি নিষেধাজ্ঞা আরোপ করেছে।
তবে ট্রাম্প দ্বিতীয় মেয়াদে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের দায়িত্ব নেওয়ার পর থেকে অনেকটা রাশিয়া ঘেঁষা নীতিই অনুসরণ করে এসেছেন। ইউক্রেইন যুদ্ধ বন্ধে তিনি প্রথমেই ইউরোপ এবং ইউক্রেইনকে পাশ কাটিয়ে রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে কথা বলেছেন।
জেলেনস্কির সমালোচনা করেছেন। তার সঙ্গে হোয়াইট হাউজের বৈঠকে বাদানুবাদে জড়িয়েছেন ট্রাম্প। পরে এর জেরে ইউক্রেইনে মার্কিন সহায়তাও তিনি স্থগিত করেছেন।
ওদিকে, ট্রাম্পের এমন কার্যকলাপে ক্ষুব্ধ ইউরোপীয় নেতারা একত্রিত হয়ে ইউক্রেইনের পাশে দাঁড়িয়েছেন। ইউক্রেইন শুক্রবার প্রথমবারের মতো রাশিয়ার বিরুদ্ধে লড়াইয়ে ফ্রান্সের তৈরি জঙ্গি বিমানও ব্যবহার করেছে।
এমন পরিস্থিতিতেই ট্রাম্প এবার রাশিয়ার ওপর ব্যাপকমাত্রায় নিষেধাজ্ঞা আরোপের ঘোষণা দিলেন। ইউক্রেইন যুদ্ধ শেষ করা নিয়ে সৌদি আরবে ইউক্রেইনের সঙ্গে যুক্তরাষ্ট্রের বৈঠক হওয়ার দিন কয়েক আগে ট্রাম্প রাশিয়ার ওপর এই নিষেধাজ্ঞার হুমকি দিলেন।