যুক্তরাষ্ট্রে তিন দিনের সফরে মঙ্গলবার নিউ ইয়র্কে পৌঁছান মোদী। আর একে দেখা হচ্ছে ভারত ও যুক্তরাষ্ট্রের দ্বিপাক্ষিক সম্পর্কের জন্য ‘টার্নিং পয়েন্ট’ হিসেবে।
Published : 21 Jun 2023, 02:59 PM
ভারতে ‘যত দ্রুত সম্ভব’ বিদ্যুচ্চালিত গাড়ি টেসলা আনার প্রতিশ্রুতি দিয়েছেন কোম্পানির মালিক ইলন মাস্ক।
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর যুক্তরাষ্ট্র সফর চলাকালীন বৈঠকের পরপরই মাস্কের এই মন্তব্য এলো।
ভারত সরকার বলেছে, দেশটিতে বৈদ্যুতিক গাড়ি ও মহাকাশনির্ভর বাণিজ্যিক প্রকল্পে ‘বিনিয়োগের সুযোগ খুঁজে দেখতে’ তারা মাস্ককে আমন্ত্রণ জানিয়েছে।
মাস্ক বলেন, তিনি এর ‘সঠিক সময়টি ঠিক করার’ চেষ্টা করছেন।
টুইটারের সহপ্রতিষ্ঠাতা জ্যাক ডরসি’র ভারতবিরোধী ‘কনটেন্ট না সরালে সামাজিক সাইটটি বন্ধ করে দেওয়ার হুমকির’ অভিযোগ তোলার কিছুদিন পরই মোদীর সঙ্গে বৈঠক করলেন মাস্ক।
ডরসি এই অভিযোগ তোলেন সংবাদভিত্তিক এক অনুষ্ঠানে দেওয়া সাক্ষাৎকারে। তবে, তার বক্তব্যকে ‘ডাহা মিথ্যা’ আখ্যা দিয়ে এই অভিযোগ উড়িয়ে দিয়েছে ভারত সরকার।
এই বিষয়ে মন্তব্য করতে গিয়ে বুধবার মাস্ক বলেন, সংশ্লিষ্ট দেশের সরকারের নীতিমালা মেনে চলা ছাড়া টুইটারের কোনো বিকল্প নেই। আর সেটা করতে না পারলে ‘আমরা নিষিদ্ধ হয়ে যাবো’।
“আইনের অধীনে থেকে যতটা সম্ভব বাক স্বাধীনতা দেওয়ার যথাসাধ্য চেষ্টা করব আমরা।” --বলেন তিনি।
মাস্ক নিজেকে ‘মোদীর ভক্ত’ বলেও দাবি করেন। তিনি আরও বলেন, ‘বিশ্বের অন্যান্য বড় দেশের চেয়ে’ ভারতের বেশি সম্ভাবনা রয়েছে।
“তিনি ভারতের জন্য সত্যিই ভাবেন কারণ দেশটিতে বড় বিনিয়োগের জন্য তিনি আমাদের চাপ দিচ্ছেন। আর এটা আমরা করতেও চাই। তাই আমরা এর সঠিক সময় খুঁজে বের করার চেষ্টা করছি।” --সংবাদকর্মীদের বলেন তিনি।
“আমি নিশ্চিত, টেসলা ভারতে আসবে। আর যতটা দ্রুত সম্ভব আমরা এটা বাস্তবায়ন করব।”
ভারতের স্থানীয় বাজারে প্রবেশের লক্ষ্যে দেশটির বিভিন্ন আমলা ও মন্ত্রীর সঙ্গে আলোচনা চালিয়ে আসছে টেসলা।
গত মাসে রয়টার্সের প্রতিবেদনে উঠে আসে, টেসলা দেশটিতে বিদ্যুচ্চালিত গাড়ির কারখানা তৈরির প্রস্তাবনা দিয়েছে। পাশাপাশি, সেখানে ইভি ব্যাটারি তৈরির পরিকল্পনাও করছে কোম্পানিটি।
“উৎপাদন ও উদ্ভাবনের ভিত্তি হিসেবে ভারতকে তারা খুবই গুরুত্বের সঙ্গে দেখছে।” --মে মাসে রয়টার্সকে বলেন ভারতের কেন্দ্রীয় মন্ত্রী রাজিভ চন্দ্রশেখর।
কোম্পানির মূল পরিকল্পনা হলো, ভারতে নিজেদের একটি ঘাঁটি তৈরি। গত বছর এই পরিকল্পনা স্থগিত হয় কারণ সে সময় ভারত সরকার টেসলাকে স্থানীয়ভাবে গাড়ি তৈরির দিকে জোর দিতে বললেও কোম্পানি এর বদলে প্রথমে ভারতে গাড়ি রপ্তানি করে গাড়ির চাহিদা পরীক্ষা করতে চায় বলে প্রতিবেদনে উল্লেখ করেছে বিবিসি।
ভারতে নিজের রকেট কোম্পানি স্পেসএক্স পরিচালিত স্যাটেলাইট ইন্টারনেট সেবা স্টারলিংক আনার ইচ্ছার কথাও বলেন মাস্ক।
“আমরা তাড়াহুড়ো করে কোনো ঘোষণা দিতে চাই না। তবে আমি মনে করি, ভারতের সঙ্গে আমাদের সম্পর্ক জোরদার করতে সেখানে বড় বিনিয়োগের সম্ভাবনাই আছে।” --প্রতিবেদকদের বলেন তিনি।
যুক্তরাষ্ট্রে তিন দিনের সফরে মঙ্গলবার নিউ ইয়র্কে পৌঁছান মোদী। আর একে দেখা হচ্ছে ভারত ও যুক্তরাষ্ট্রের দ্বিপাক্ষিক সম্পর্কের জন্য ‘টার্নিং পয়েন্ট’ হিসেবে।
প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে সরাসরি কথা বলার আগে বৃহস্পতিবার হোয়াইট হাউস তাকে আনুষ্ঠানিকভাবে স্বাগত জানাবে বলে প্রতিবেদনে লিখেছে বিবিসি।
এই সফরে নরেন্দ্র মোদীর সঙ্গে ভারতে সরকারের মানবাধিকার লঙ্ঘন বিষয়ে কথা বলতে মঙ্গলবার ৭০ জনের বেশি মার্কিন আইন প্রণেতা বাইডেনকে চিঠি লিখে অনুরোধ করেছেন।
তারা বলেন, ভারতে ক্রমাগত বাড়তে থাকা ধর্মীয় অসহিষ্ণুতার পাশাপাশি গণমাধ্যমের স্বাধীনতা ও সুশীল সমাজ গোষ্ঠীকে শিকার বানানো নিয়ে তারা উদ্বিগ্ন।