এর আগেও কয়েকটি ক্রিপ্টো ওয়ালেটের ইউজারনেইম নিলামে তুলেছে প্ল্যাটফর্মটি, যেখানে কিছু জনপ্রিয় নাম দুই লাখ ডলারের চেয়েও বেশি দামে বিক্রি হয়েছে।
Published : 23 Oct 2022, 07:16 PM
৭০ কোটি গ্রাহকের জন্য নিজস্ব ব্লকচেইন ভিত্তিক প্ল্যাটফর্মে ‘ইউজারনেইম’ নিলামে তোলার ঘোষণা দিয়েছে মেসেজিং অ্যাপ টেলিগ্রাম।
এই নিলাম ‘দ্য ওপেন নেটওয়ার্ক’ বা টন ব্লকচেইনে চলবে বলে জানিয়েছে হোয়াটসঅ্যাপের প্রতিদ্বন্দ্বী কোম্পানিটি। এর ফলে, শুক্রবার ‘টনকয়েন’ সংশ্লিষ্ট বিভিন্ন ক্রিপ্টো টোকেনের দাম বেড়েছে ১০ শতাংশেরও বেশি।
ব্রিটিশ অনলাইন সংবাদমাধ্যম ‘ইন্ডিপেন্ডেন্ট’-এর প্রতিবেদন অনুযায়ী, টেলিগ্রাম অ্যাপের সঙ্গে সমন্বয়ের উদ্দেশ্যে এই প্ল্যাটফর্ম তৈরি করেছিল কোম্পানিটি। তবে, মার্কিন ‘সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেইঞ্জ কমিশন (এসইসি)’র আপত্তির কারণে ২০২০ সালে এটি বন্ধ হয়ে যায়।
পরবর্তীতে, এই ব্লকচেইন প্রকল্পের কাজ হাতে নেন ‘টন ফাউন্ডেশন’ চালু করা অ্যাপ নির্মাতারা। এর পর থেকেই এতে সমর্থন জানিয়ে আসছেন টেলিগ্রাম প্রতিষ্ঠাতা পাভেল দুরভ।
ইন্ডিপেন্ডেন্টের প্রতিবেদন অনুযায়ী, এর আগেও কয়েকটি ক্রিপ্টো ওয়ালেটের ইউজারনেইম নিলামে তুলেছে প্ল্যাটফর্মটি, যেখানে কিছু জনপ্রিয় নাম দুই লাখ ডলারের চেয়েও বেশি দামে বিক্রি হয়েছে।
দুরভ প্রথম মেসেজিং সেবাটির জন্য বিভিন্ন ইউজারনেইম নিলামের বিস্তৃতি বাড়ানোর প্রস্তাবনা দেন এই বছরের শুরুতে। ব্যবহারকারী, গ্রুপ ও চ্যানেলের নামও এই নিলামের আওতায় পড়তে পারে বলে সে সময় তিনি টেলিগ্রাম প্ল্যাটফর্মে অনুসরণকারীদের উদ্দেশ্যে লিখেছিলেন।
“নতুন একটি প্ল্যাটফর্ম তৈরি করবে এটি, যেখানে ইউজারনেইমের মালিকরা একটি নিরাপদ উপায়ে আগ্রহী পক্ষের কাছে এগুলো স্থানান্তর করতে পারবেন।”
টেলিগ্রাম ইকোসিস্টেমের অন্যান্য উপাদানের মধ্যে আছে বিভিন্ন চ্যানেল স্টিকার বা ইমোজি, যা পরবর্তীতে এই মার্কেটপ্লেসের অংশ হয়ে উঠতে পারে।
বৃহস্পতিবার টেলিগ্রাম নিশ্চিত করেছে, ৭০ কোটি ব্যবহারকারীর জন্য তৈরি করা বিশেষ ইউজারনেইমের নিলাম উপস্থাপনের জন্য প্রায় প্রস্তুত এই বিকেন্দ্রিকৃত মার্কেটপ্লেস।
“এর নির্মাণ পর্যায় প্রায় শেষের দিকে। শীঘ্রই চালু হবে নিলামের এই প্ল্যাটফর্ম।” --ব্লগ পোস্টে বলেছে টেলিগ্রাম।