বার্তা দেখা ও পড়ার পাশাপাশি মেম্বারদের বার্তা পাঠানোরও সুযোগ দেয় টেলিগ্রাম গ্রুপ। অর্থাৎ অনেকে একইসঙ্গে কথোপকথন করতে পারেন টেলিগ্রাম গ্রুপে।
Published : 07 Dec 2024, 12:37 PM
বর্তমানে মেসেজিং প্ল্যাটফর্ম হিসেবে টেলিগ্রাম বেশ জনপ্রিয়। অনেক বড় কমিউনিটি পরিচালনা করা, ইভেন্ট আয়োজন করা ও তেমন বাধা ছাড়াই মানুষকে সংযোগ স্থাপনে সাহায্য করতে পারে টেলিগ্রাম। গ্রুপ তৈরি করে মেসেজ পিন করা, বড় ফাইল শেয়ার করা থেকে শুরু করে রয়েছে এর নানা সুবিধা।
চ্যানেল ও গ্রুপের মধ্যে পার্থক্য কী?
টেলিগ্রাম চ্যানেল ও গ্রুপ একইরকম দেখালেও কিছুটা পার্থক্য আছে। চ্যানেল সাধারণত অনেক মানুষকে একসঙ্গে বার্তা পাঠানোর জন্য ব্যবহার করা হয়। চ্যানেলে শুধু মালিক বা অ্যাডমিন পোস্ট বা মেসেজ করতে পারেন। অন্যান্যরা, যাদের সাবস্ক্রাইবার বলা হয়, তারা কেবল বার্তাটি দেখতে ও পড়তে পারবেন।
অন্যদিকে টেলিগ্রাম গ্রুপ, বার্তা দেখা ও পড়ার পাশাপাশি মেম্বারদের বার্তা পাঠানোরও সুযোগ দেয়। অর্থাৎ অনেকে একইসঙ্গে কথোপকথন করতে পারেন টেলিগ্রাম গ্রুপে।
কীভাবে টেলিগ্রাম গ্রুপ খুলবেন সে বিষয়ে একটি নির্দেশনামূলক প্রতিবেদন প্রকাশ করেছে প্রযুক্তিবিষয়ক সাইট অ্যান্ড্রয়েড পুলিস। চলুন জেনে নেওয়া যাক এর বিস্তারিত।
অ্যান্ড্রয়েড ডিভাইসে
প্রথমে ডিভাইসে টেলিগ্রাম অ্যাপ লাগবে এবং লাগবে একটি অ্যাকাউন্ট। সাইন-ইন করার পর নিচের ধাপগুলো অনুসরণ করুন।
১. টেলিগ্রাম অ্যাপটি চালু করুন।
২. স্ক্রিনের নিচে বাম দিকে ‘পেন আইকন’-এ চাপুন এবং ‘নিউ গ্রুপ’ অপশনটি বেছে নিন।
৩. যাদেরকে নতুন গ্রুপে যোগ করতে চান সে কন্টাক্টগুলো বেছে নিন, এবং ‘অ্যারো’ বা তীর চিহ্নের মতো আইকনে চাপুন।
৪. গ্রুপের নাম দিন ও একটি ছবি বেছে নিন, এরপর চেকমার্ক অপশনে চেপে গ্রুপ তৈরি করুন।
৫. ডিফল্টভাবে একটি গ্রুপ ‘প্রাইভেট’ হয়। পাবলিক করার জন্য, গ্রুপের নামের ওপরে চাপুন। স্ক্রিনের ওপরের ডান কোণায় ‘পেন আইকন’ বেছে নিন।
৬. ‘গ্রুপ টাইপ’ অপশনে চেপে ‘পাবলিক গ্রুপ’ অপশনটি বেছে নিন।
৭. গ্রুপের জন্য একটি লিংক তৈরি করতে পারেন যেটি ব্যবহার করে সবাই গ্রুপে যুক্ত হতে পারবে। এটি করতে ‘পাবলিক লিংক’ বিভাগের নিচের বাক্সে ক্লিক করুন।
৮. লিংক তৈরির পর ওপরের ডান কোণায় চেকমার্ক অপশনে চেপে পরিবর্তনগুলো সেইভ করুন।
আইওএস ডিভাইসে
১. আইফোনে টেলিগ্রাম অ্যাপটি আলু করুন।
২. ওপরের ডান কোণায় কম্পোজ আইকনে চাপুন।
৩. পরের স্ক্রিনে ‘নিউ গ্রুপ’ অপশনটি বেছে নিন।
৪. যাদের গ্রুপে যোগ করতে চান তাদের কন্টাক্ট গ্রুপে যোগ করুন। এরপর ‘নেক্সট’ অপশনে ক্লিক করুন।
৫. গ্রুপের নাম ও ছবি যোগ করে ‘ক্রিয়েট’ অপশনে চাপুন।
৬. গ্রুপটি পাবলিক করার জন্য, গ্রুপের নামের ওপরে চাপুন। পরের স্ক্রিনে ‘এডিট’ অপশনটি বেছে নিন।
৭. ‘গ্রুপ টাইপ’ অপশনে চাপুন ও ‘পাবলিক গ্রুপ’ অপশনটি বেছে নিন।
৮. গ্রুপের জন্য একটি পাবলিক লিংক তৈরি করতে পারেন। “t.me/” এর পর অনন্য নাম লিখে সেটি করতে পারেন। এরপর ‘ডান’ অপশনে চেপে পরিবর্তন সেইভ করুন।
কোনো নির্দিষ্ট টেলিগ্রাম গ্রুপ খুঁজবেন কীভাবে?
টেলিগ্রামের সার্চ টুলের মাধ্যমে সহজেই পাবলিক গ্রুপ খুঁজে পেতে পারেন। কেবল সেসব গ্রুপের নাম বা টপিক জানা থাকতে হবে। তবে, প্রাইভেট গ্রুপের জন্য এটি কাজ করবে না। প্রাইভেট গ্রুপ হলে সদস্যদের মাধ্যমে গ্রুপে যুক্ত হতে পারবেন। চলুন জেনে নেওয়া যাক কীভাবে পাবলিক গ্রুপ খুঁজবেন।
অ্যান্ড্রয়েড
১. টেলিগ্রাম অ্যাপটি চালু করুন।
২. ওপরের ডান কোণায় সার্চ আইকনে চাপুন। এরপর গ্রুপের নাম অথবা নির্দিষ্ট বিষয়ের নাম লিখুন।
৩. ‘গ্লোবাল সার্চ’ অপশনের নিচে বিভিন্ন ফলাফল দেখতে পাবেন। আরও গ্রুপের জন্য ‘শো মোর’ অপশনে চাপুন।
৪. যে গ্রুপে জয়েন করতে চান সেটি বেছে নিন ও ‘জয়েন’ বোতামে চাপুন।
আইফোন
১. টেলিগ্রাম অ্যাপ চালু করে স্ক্রিনের শীর্ষে থাকা ‘সার্চ’ বক্সে চাপুন।
২. যুক্ত হতে চান এমন গ্রুপ অথবা বিষয়ের নাম লিখুন।
৩. অ্যান্ড্রয়েডের মতোই গ্লোবাল সার্চ বিভাগের নিচে বিভিন্ন গ্রুপ দেখতে পাবেন। আরও গ্রুপ দেখতে, ‘শো মোর’ অপশনে চাপুন।
৪. এরপর জয়েন গ্রুপ অপশনে চেপে যুক্ত হয়ে যান নিজের পছন্দের গ্রুপে।