তবে নিয়ন্ত্রক সংস্থাটি জানিয়েছে, অনুরোধ করার পরও সাইটটি সম্পূর্ণ ও সঠিক তথ্য সরবরাহ করতে ব্যর্থ হয়েছে কি না এ নিয়ে তদন্ত কাজ চালিয়ে যাচ্ছে তারা।
Published : 06 Feb 2025, 06:28 PM
প্ল্যাটফর্মে ১৮ বছরের কম বয়সীদের পর্নোগ্রাফি দেখা ঠেকাতে ইন্টারনেট কনটেন্ট সাবস্ক্রিপশন পরিষেবা ‘অনলিফ্যানস’ যথেষ্ট কার্যকর পদক্ষেপ নিচ্ছে কি না তা নিয়ে তদন্ত করা বন্ধ করেছে যুক্তরাজ্যের অনলাইন নিয়ন্ত্রক সংস্থা অফকম।
তবে নিয়ন্ত্রক সংস্থাটি জানিয়েছে, অনুরোধ করার পরও সাইটটি সম্পূর্ণ ও সঠিক তথ্য সরবরাহ করেছে কি না তা নিয়ে খোঁজখবর চলছে।
নিজেদের ওয়েবসাইটে দেওয়া এক বিবৃতিতে অফকম বলেছে, তদন্তের “পরিধি সংশোধন করেছে” তারা। তবে “যেখানে দরকার সেখানে অফকমের এ সংশ্লিষ্ট তত্ত্বাবধান দল শিশুদের নিষিদ্ধ কনটেন্ট দেখা ঠেকানোর ব্যবস্থা বাস্তবায়নের ক্ষেত্রে অনলিফ্যানস-এর সঙ্গে কাজের বিষয়টি অব্যাহত রাখবে।”
১৮ বছরের কম বয়সীদের জন্য উপযোগী নয় এমন কনটেন্টে শিশুদের প্রবেশ ঠেকানোর জন্য ‘বয়স যাচাইকরণ’ ব্যবস্থা বাস্তবায়নের বিষয়ে উদ্বেগের কারণে গত বছরের মে মাসে অফকম এ নিয়ে প্রথম তদন্ত শুরু করে বলে প্রতিবেদনে লিখেছে ব্রিটিশ দৈনিক ইন্ডিপেনডেন্ট।
যুক্তরাজ্যের আগের অনলাইন নিরাপত্তা আইনের নিয়ম অনুসারে, দেশটিতে প্রতিষ্ঠিত বিভিন্ন ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্মকে ১৮ বছরের কম বয়সীদের পর্নোগ্রাফিক কনটেন্টে প্রবেশ ঠেকাতে যথাযথ ব্যবস্থা নিতে হবে।
ওই সময় অনলিফ্যানস বলেছিল, তাদের বয়স যাচাইকরণ বিভিন্ন টুলে ‘কোডিং কনফিগারেশন ইস্যুতে’ ত্রুটির খোঁজ মিলেছে। তবে অফকম বলার পরে ওই ত্রুটি সংশোধন করেছে তারা।
বিবৃতিতে অফকম বলেছে, “এসব বিষয়ে আমরা কোনও সিদ্ধান্তে পৌঁছাচ্ছি না এবং আরও তথ্য সামনে এলে অনলিফ্যানস-এর বিরুদ্ধে তদন্ত পুনরায় শুরু করার অধিকার আমাদের রয়েছে।”
এ বিষয়ে অনলিফ্যানসের একজন মুখপাত্র বলেছেন, “আমরা অফকমের আজকের সিদ্ধান্তকে স্বাগত জানাই।”
“২০২১ সাল থেকে যুক্তরাজ্যে প্লাটফর্মটির ভক্তদের বয়স ১৮ বছরের বেশি কি না তা পরীক্ষা করতে সরকার অনুমোদিত বয়স যাচাইকরণ সরবরাহকারী ইয়োটি ব্যবহার করেছে অনলিফ্যানস। তবে প্লাটফর্মটিতে থাকার জন্য সব সময় ভক্তদের নির্ধারণ বয়স ছিল ন্যূনতম ২০ বছর।”