গত মাসে এআইকে শক্তিশালী করার লক্ষ্যে ডেটা সেন্টার তৈরিতে ওরাকল ও সফটব্যাংকের সঙ্গে যৌথভাবে কাজ করছে ওপেনএআই।
Published : 28 Mar 2025, 04:56 PM
এ বছর আয় তিনগুণ হয়ে এক হাজার দুইশো ৭০ কোটি ডলারে পৌঁছাবে বলে আশা করছে কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক স্টার্টআপ ওপেনএআই।
২০২৫ সালে ওপেনএআইয়ের রাজস্ব বেড়ে যাওয়ার বিষয়টির মার্কিন সংবাদমাধ্যম সিএনবিসি’কে নিশ্চিত করেছে এ সংশ্লিষ্ট এক সূত্র। খবরটি প্রথম প্রকাশ করেছে মার্কিন বাণিজ্য প্রকাশনা ব্লুমবার্গ।
চতুর্থ প্রান্তিকে বার্ষিক এক হাজার তিনশ কোটি ডলার আয়ের রেকর্ড করেছে ওপেনএআইয়ের প্রধান বিনিয়োগকারী ও গুরুত্বপূর্ণ কৌশলগত অংশীদার মাইক্রোসফট, যা এক বছর আগের আয়ের চেয়ে ১৭৫ শতাংশ বেশি।
এ সপ্তাহের শুরুতে নিজেদের ‘সি স্যুটে’ কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তনের ঘোষণা দিয়েছে ওপেনএআই। তাদের দৈনন্দিন কার্যক্রম থেকে নিজের মনোযোগ সরিয়ে গবেষণা ও পণ্যের ওপর আরও বেশি মনোযোগ দেবেন কোম্পানিটির নির্বাহী প্রধান স্যাম অল্টম্যান।
ওপেনএআই বলেছে, তাদের পরিচালন প্রধান ব্র্যাড লাইটক্যাপের চলতি দায়িত্বের সঙ্গে ‘ব্যবসা ও দৈনন্দিন কার্যক্রম’ তদারকি করার কাজও যুক্ত হবে।
সিএনবিসি লিখেছে, অ্যানথ্রোপিক ও পারপ্লেক্সিটির মতো অন্যান্য উচ্চমূল্যের স্টার্টআপের পাশাপাশি গুগল ও মাইক্রোসফটের মতো প্রযুক্তি জায়ান্টদের কাছ থেকে জেনারেটিভ কৃত্রিম বুদ্ধিমত্তায় ক্রমাগত প্রতিযোগিতার মুখে পড়তে হচ্ছে ওপেনএআইকে।
এর আগে গত মাস থেকে এআইকে শক্তিশালী করার লক্ষ্যে ডেটা সেন্টার তৈরিতে ওরাকল ও সফটব্যাংকের সঙ্গে যৌথভাবে কাজ করছে ওপেনএআই।
এ প্রকল্পে দশ হাজার কোটি ডলার বিনিয়োগের পরিকল্পনা রয়েছে প্রযুক্তি কোম্পানিগুলোর।
ওই সময় ওপেনএআই ও সফটব্যাংক জানিয়েছিল, ‘স্টারগেট’ নামের এ যৌথ উদ্যোগটিতে আগামী চার বছরে ৫০ হাজার কোটি ডলার বিনিয়োগ করতে চায় তারা।
হোয়াইট হাউসে এ তিনটি কোম্পানির প্রধানদের পাশে দাঁড়িয়ে মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প সেই সময় বলেছিলেন, এ পরিকল্পনাটি ‘আমেরিকার সম্ভাবনার প্রতি আস্থার এক দৃঢ় ঘোষণা’।
এদিকে, মঙ্গলবার ওপেনএআই ঘোষণা করেছে, চ্যাটজিপিটির মধ্যে ‘নেটিভ ইমেজ জেনারেশন’ চালু করবে তারা।
এ ফিচারটি চ্যাটজিপিটি প্লাস, প্রো ও টিম ব্যবহারকারীদের পাশাপাশি চ্যাটজিপিটির ফ্রি টায়ার ব্যবহারকারীদের জন্যও চালু করেছে কোম্পানিটি।