Published : 04 May 2025, 11:35 AM
দুই দলের শক্তি-সামর্থ্য আর সাম্প্রতিক পারফরম্যান্সে ফারাক আকাশ-পাতাল। মাঠের ফুটবলেও বার্সেলোনা বল নিয়ন্ত্রণে রাখল বেশির ভাগ সময়। কিন্তু খেলাটা তো গোলের! সেখানেই খুব বেশি সুবিধা করতে পারছিল না কাতালানরা। শেষ পর্যন্ত অবশ্য জয়ের দেখা তারা পেয়েছে। সেই জয় প্রত্যাশিত পথে না এলেও তিন পয়েন্ট পেয়েই সন্তুষ্ট কোচ হান্সি ফ্লিক।
লা লিগায় শনিবার শীর্ষে থাকা বার্সেলোনা মুখোমুখি হয় তলানিতে থাকা রেয়াল ভাইয়াদলিদের। এর মধ্যেই অবনমন নিশ্চিত হয়ে গেছে ব্রাজিলিনি কিংবদন্তি রোনালদোর মালিকায়নায় থাকা দলটির। তবে সেই দলই ষষ্ঠ মিনিটে গোল করে ব্যবধান ধরে রাখে ৫৩ মিনিট পর্যন্ত।
পরে পরে অবশ্য রাফিনিয়া ও ফের্মিন লোপেসের গোলে ২-১ ব্যবধানের জয় নিয়ে মাঠ ছাড়ে বার্সেলোনা। রেয়াল মাদ্রিদের চেয়ে এগিয়ে যায় তারা সাত পয়েন্টে। রেয়াল রোববার সেল্তা ভিগোর সঙ্গে জিতলেও চার পয়েন্টের ব্যবধান অক্ষত থাকবে কাতালানদের।
এটিই স্বস্তি দিচ্ছে ফ্লিককে। ইন্টার মিলানের বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগের সেমি-ফাইনালের প্রথম লেগে খেলা একাদশ থেকে এ দিন ৯টি পরিবর্তন এনেছিলেন কোচ। রয়ে যান কেবল পেদ্রি ও জেরার্দ মার্তিন। তার পরও ম্যাচজুড়ে ৮২ শতাংশ সময় বল নিজেদের কাছে রাখে তারা। কিন্তু আক্রমণে ততটা কার্যকর হতে পারেনি। গোলে ২৪টি শট নিয়ে সাতটি রাখতে পারে লক্ষ্যে।
সেখান থেকে যে দুটি গোল হয়েছে, তাতেই খুশি বার্সেলোনা কোচ।
“আমি হতাশ নই। একাদশে এত পরিবর্তনের পর… অন্য ফুটবলারদের জন্য কাজটা সহজ নয়। ওদের বেশির ভাগই খুব তরুণ। তবে ওদের প্রতি আস্থার কমতি নেই আমাদের। এত এত পরিবর্তন আনা হলে খেলার মানে কিছুটা প্রভাব পড়বেই।”
“লক্ষ্য ছিল তিন পয়েন্ট এবং আমরা তা অর্জন করতে পেরেছি। আমাদের অভিযান সফল।”
সামনের কঠিন সব ম্যাচের জন্য কিছু ফুটবলারকে বিশ্রাম দিতে পেরে ও অন্যদের সুযোগ দিতে পেরেও খুশি ফ্লিক।
“আজকে কিছু ফুটবলারকে বিশ্রাম দেওয়া প্রয়োজন ছিল এবং সেটা দিতে পেরেছি। অন্যদেরকে কিছু সময় খেলাতে পেরেছি। কাজটা সহজ ছিল না। এজন্য কিছু ভুল হয়েছে, দ্রুত কিছু বদল আনতে হয়েছে। তবে রোনাল্দ আরাউহো ও আন্দ্রেয়াস ক্রিস্টেনসেন ভালো খেলেছে… টের স্টেগেনও ভালো করেছে…।”
এই ম্যাচ দিয়েই চোট কাটিয়ে ২২২ দিন পর মাঠে ফেরেন গোলকিপার ও অধিনায়ক মার্ক-আন্ড্রে টের স্টেগেন। তবে চ্যাম্পিয়ন্স লিগের সেমি-ফাইনালের দ্বিতীয় লেগে ইন্টার মিলানের বিপক্ষে ও লা লিগায় রেয়াল মাদ্রিদের বিপক্ষে তাকে এখনই নামানোর ঝুঁকি নেবেন না বলে জানিয়ে দিয়েছেন কোচ।
“মার্ককে আমরা পর্যবেক্ষণে রাখব। আজকে সে ভালো করেছে। তবে চ্যাম্পিয়ন্স লিগে ও রেয়াল মাদ্রিদের বিপক্ষে স্ট্যান্সনিই খেলবে।”