Published : 05 May 2025, 07:10 PM
গুগলের কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই চ্যাটবট জেমিনাইতে ‘ন্যানিং বা দেখাশোনার’ নতুন সুবিধা যোগ করছে মার্কিন সার্চ জায়ান্টটি।
আমেরিকান দৈনিক পত্রিকা নিউ ইয়র্ক টাইমস প্রতিবেদনে লিখেছে, গুগল এখন এমন শিশুদের জন্যও জেমিনাই চালু করতে যাচ্ছে যাদের বয়স ১৩ বছরের নিচে। তবে শর্ত হচ্ছে ‘ফ্যামিলি লিংক’-এর মাধ্যমে অর্থাৎ মা-বাবার নিয়ন্ত্রণাধীন গুগল অ্যাকাউন্ট ব্যবহার করতে হবে তাদের।
এক ইমেইল বার্তায় গুগল বলেছে, “জেমিনাইয়ের এই নতুন সুবিধার মাধ্যমে শিশুরা চ্যাটবটটিকে প্রশ্ন করতে, নিজেদের হোমওয়ার্ক তৈরি ও গল্প বানাতে পারবে”।
গুগলের মুখপাত্র কার্ল রায়ান বলেছেন, শিশুদের জন্য এ নতুন সুবিধায় নিরাপত্তার ব্যবস্থাও থাকবে। যার আওতায় শিশুদের জন্য ক্ষতিকর কোনও কনটেন্ট দেখাতে পারবে না জেমিনাই।
ইমেইলে গুগল বলেছে, “জেমিনাই ভুল করতে পারে” তাই মা-বাবারা যেন তাদের সন্তানদের শেখান জেমিনাইয়ের বিভিন্ন উত্তর কীভাবে যাচাই বা ‘ফ্যাক্ট-চেক’ করতে হয়।
জেমিনাই কোনো মানুষ নয়, তাই শিশুরা যেন বটটির সঙ্গে আলাপচারিতার সময় তাদের গোপন বা ব্যক্তিগত কোনো তথ্য না দেয় তা মা-বাবাদের শিশুদের মনে করিয়ে দেওয়ার কথাও ইমেইলে বলেছে গুগল।
এসব সতর্কতার পরেও গুগল ইমেইলে আরও বলেছে, শিশুরা এমন কনটেন্টও দেখতে পারে চ্যাটবটটিতে, যা “মা-বাবারা চান না তাদের শিশুরা দেখুক”।
কৃত্রিম বুদ্ধিমত্তার বিভিন্ন চ্যাটবট যেভাবে দ্রুত জনপ্রিয় হচ্ছে তাতে অপ্রাপ্তবয়স্ক বা শিশু ব্যবহারকারীদের নিয়ে উদ্বেগ বাড়ছে। কারণ, এসব চ্যাটবট মাঝেমধ্যে ভুল তথ্য বা অনুচিত উত্তর দিচ্ছে বলে প্রতিবেদনে লিখেছে প্রযুক্তি বিষয়ক সাইট এনগ্যাজেট।
গত সপ্তাহে ‘কমন সেন্স মিডিয়া’ প্রতিবেদনে লিখেছে, ক্ষতিকর আচরণ উস্কে দিতে, অনুপযুক্ত কনটেন্ট দেখাতে ও ১৮ বছরের নিচের ব্যবহারকারীদের মানসিক স্বাস্থ্যের ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে বিভিন্ন এআই চ্যাটবট।
সম্প্রতি মার্কিন বাণিজ্য দৈনিক ওয়াল স্ট্রিট জার্নাল প্রতিবেদনে লিখেছে, শিশুদের সঙ্গে যৌন আলাপেও জড়িয়ে পড়েছে মেটার বিভিন্ন এআই চ্যাটবট।
ঝুঁকিপূর্ণ বা অনিরাপদ আলাপচারিতা এড়াতে গুগল বলেছে, তাদের বিভিন্ন এআই মডেলকে প্রশিক্ষণ দিতে ১৩ বছরের কম বয়সী শিশু জেমিনাই ব্যবহারকারীদের কোনও ডেটা ব্যবহার করবে না তারা।
গুগল বলেছে, আপাতত এ সুবিধাটি শিশুদের জন্য ধীরে ধীরে চালু করছে কোম্পানিটি।