চ্যাম্পিয়ন্স লিগ
Published : 06 May 2025, 09:06 AM
বছরখানেক ধরেই লামিনে ইয়ামালের ভয়ঙ্কর রূপ দেখছে তার প্রতিপক্ষ দলগুলো। গত সপ্তাহের পর তাকে ঘিরে আলোচনা যেন কয়েক গুণ বৃদ্ধি পেয়েছে। বয়সে তরুণ কিন্তু দারুণ পরিণত এই ফরোয়ার্ডকে আটকাতে এবার দুজনকে পাহারায় রাখার পরিকল্পনা এঁটেছেন ইন্টার মিলান কোচ সিমোনে ইনজাগি। তবে, তাতে চিন্তার কিছু দেখছেন না বার্সেলোনা তারকা দানি ওলমো।
চ্যাম্পিয়ন্স লিগে সেমি-ফাইনালের প্রথম লেগে বার্সেলোনা মাঠে দুইবার এগিয়ে গিয়েও জিততে পারেনি ইন্টার মিলান। গত সপ্তাহে রোমাঞ্চ-উত্তেজনায় ঠাসা ম্যাচটি ৩-৩ সমতায় শেষ হয়।
নাটকীয়তায় ঠাসা সেই ম্যাচে দৃষ্টিনন্দন পারফরম্যান্সে সব আলো কেড়ে নেন ইয়ামাল। ২১ মিনিটের মধ্যে দুই গোলে পিছিয়ে পড়ার পর অসাধারণ নৈপুণ্যে বার্সেলোনাকে লড়াইয়ে ফেরান তিনি। কয়েকজনকে ফাঁকি দিয়ে দূরের পোস্ট দিয়ে ব্যবধান কমানো গোলটি করেন স্প্যানিশ উইঙ্গার।
পরে আরও দুটি নিশ্চিত সুযোগ তৈরি করেন তিনি, যদিও ভাগ্য সহায় না হওয়ায় মেলেনি গোল। একেবারে শেষমুহূর্তে তার একটি শট ক্রসবারে প্রতিহত হওয়ায় বেঁচে যায় ইন্টার।
ফিরতি লেগের আগে তাই ইয়ামালকে নিয়ে আরও বেশি সতর্ক ইন্টার কোচ। তাদের মাঠেই মঙ্গলবার হবে ফিরতি লড়াই। ম্যাচটি সামনে রেখে আগের দিন সংবাদ সম্মেলনে ইনজাগি বলেন, “আমাদের চেষ্টা করতে হবে যেন সে বল না পায়, যদিও এটা অসম্ভব। তাকে দুইজনের পাহারায় রাখা হবে।”
পরে সংবাদ সম্মেলনে আসা দানি ওলমোর দিকে প্রশ্ন ছুটে যায় ইনজাগির ওই কথাকে কেন্দ্র করেই। উত্তরে স্প্যানিশ মিডফিল্ডার যা বললেই, তাতে আকাশছোঁয়া আত্মবিশ্বাসই ফুটে উঠল।
“আমরা সবাই জানি, সে (ইয়ামাল) কী ধরনের খেলোয়াড়। এটা (ইয়ামালের দুর্দান্ত পারফরম্যান্স) আমাকে একটুও বিস্মিত করে না। ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ থেকে সে খুবই শান্ত ও দারুণ অনুপ্রাণিত।”
“(ইন্টারের) দুজন মিলে তাকে আটকাতে চায়? এর অর্থ হলো আমাদের একজন খেলোয়াড় অরক্ষিত থাকবে এবং সে ইতোমধ্যে দেখিয়েছে যে, সে এক, দুই ও তিন জনের বিপক্ষে খেলতে পারে। এটা বিবেচনায় রাখলে আমাদের আরও খেলোয়াড় অরক্ষিত থাকবে। কোনো সমস্যা নেই।”
সান সিরোয়া বাংলাদেশ সময় মঙ্গলবার রাত একটায় শুরু হবে ম্যাচটি।