একত্র হওয়ার পথে রয়েছে এমন দুটি ছায়াপথকে চিহ্নিত করেছেন বিজ্ঞানীরা। এটি এমন একটি ঘটনা, যা এক হাজার দুইশো আশি কোটি বছর আগে ঘটেছিল বলে দাবি তাদের।
Published : 01 Sep 2024, 03:20 PM
হাজার কোটি বছরেরও আগে ঘটা গ্যালাকটিক সংঘর্ষের ফলে তৈরি হতে পারে ‘মনস্টার গ্যালাক্সি বা দানব ছায়াপথ’ – সাম্প্রতিক এক গবেষণায় এমনই দাবি করেছেন জ্যোতির্বিজ্ঞানীরা।
সম্প্রতি একত্র হওয়ার পথে রয়েছে এমন দুটি ছায়াপথকে চিহ্নিত করেছেন জ্যোতির্বিজ্ঞানীরা। এটি এমন একটি ঘটনা, যা এক হাজার দুইশো আশি কোটি বছর আগে ঘটেছিল বলে দাবি তাদের।
এই একত্রীকরণ ‘মনস্টার গ্যালাক্সি’ তৈরি কেরতে পারে, যেগুলো মহাবিশ্বের অন্যতম উজ্জ্বল বস্তু বলে চিহ্নিত।
আদি মহাবিশ্বে ছায়াপথ ও ব্লাক হোল বা কৃষ্ণগহ্বরের বিকাশ কীভাবে হয়েছিল তা বোঝার জন্য এ গবেষণাটি গুরুত্বপূর্ণ বলে প্রতিবেদনে লিখেছে বিজ্ঞানভিত্তিক সাইট নোরিজ।
‘দ্য অ্যাস্ট্রোফিজিক্যাল’ জার্নালে প্রকাশিত এ গবেষণায় নজর দেওয়া হয়েছে এই বিশাল মহাজাগতিক কাঠামো কীভাবে তৈরি হয় সে সম্পর্কে।
মহাবিশ্বের অন্যতম উজ্জ্বল বস্তুগুলোর মধ্যে একটি কোয়াসার, যেটি তৈরি হয় ছায়াপথের কেন্দ্রে একটি সুপারম্যাসিভ ব্ল্যাকহোলের পতনের মধ্যদিয়ে।
বিজ্ঞানীদের দাবি, গ্যাসে ভরা দুটি ছায়াপথ একত্র হলে এদের মহাকর্ষীয় শক্তির কারণে এক বা উভয় ছায়াপথের গ্যাস প্রবাহিত হয় সুপারম্যাসিভ ব্ল্যাকহোলের দিকে। আর এই গ্যাস প্রবাহ কোয়াসারের কার্যকলাপে প্রভাব ফেলে, যা ছায়াপথকে উজ্জ্বলভাবে আলোকিত করে।
এই তত্ত্বটি অনুসন্ধানের জন্য গবেষক তাকুমা ইজুমি’র নেতৃত্বে আন্তর্জাতিক গবেষকদের একটি দল ‘আলমা বা আটাকামা লার্জ মিলিমিটার/সাবমিলিমিটার অ্যারে)’ নামে একটি শক্তিশালী রেডিও টেলিস্কোপ ব্যবহার করে নিকটবর্তী বিভিন্ন কোয়াসারের প্রাচীনতম পরিচিত জোড়া গবেষণা করেন।
কোয়াসার দুটি আবিষ্কার করেছেন জাপানের ‘এহিমে ইউনিভার্সিটি’র অধ্যাপক ইয়োশিকি মাতসুওকা। তিনি এতে ‘সুবারু টেলিস্কোপে’র ছবি ব্যবহার করেছেন।
মহাবিশ্বের বয়স যখন মাত্র ৯০ কোটি বছর, তখনও ভার্গো ছায়াপথের দিকে অবস্থিত এই কোয়াসার জোড়ার অস্তিত্ব ছিল। এরা এখনও বেশ অনুজ্জ্বল, যার মানে এরা কোয়াসার হওয়ার প্রাথমিক পর্যায়ে আছে।
আলমা’র বিভিন্ন পর্যবেক্ষণ এইসব কোয়াসারকে ধারণ করা বিভিন্ন ছায়াপথ পরিমাপ করেছে। যেখান থেকে ধারণা করা হচ্ছে, দুটি ছায়াপথ গ্যাস ও ধূলিকণার একটি সেতুর মাধ্যমে যুক্ত অর্থাৎ এরা একত্র হচ্ছে।
আলমা’র তথ্যে আরও দেখা মিলেছে, এসব ছায়াপথে অনেক গ্যাস রয়েছে, যা নতুন তারা গঠনের জন্য প্রয়োজনীয়। এ থেকে ইঙ্গিত মেলে, বিভিন্ন ছায়াপথ একত্র হওয়ার সঙ্গে সঙ্গে এরা কেবল ঘন কোয়াসার কাযকলাপকেই প্রভাবিত করে না, বরং তারা গঠনের ক্ষেত্রে দ্রুত বিস্ফোরণও ঘটাবে, যা ‘স্টারবার্স্ট’ নামে পরিচিত।
স্টারবার্স্ট ও কোয়াসার কাযকলাপের এই সংযোগটি প্রাথমিক মহাবিশ্বে অত্যন্ত উজ্জ্বল এক বস্তু তৈরি করবে বলে ধারণা করা হচ্ছে, যা ‘মনস্টার গ্যালাক্সি বা দানব ছায়াপথ’ নামে পরিচিতি পাবে।