বর্তমানে অনেক গুগল ডুডল গেইম রয়েছে যেগুলো পুরনো হয়ে গেলেও আবার খেলা যাবে। তবে, সব ডুডলে গেইম থাকেনা।
Published : 03 Jun 2024, 03:36 PM
একটি ডুডল হল, গুগলের হোমপেইজে লোগোর অস্থায়ী পরিবর্তন যা বিশেষ ছুটির দিন, ঘটনা, কৃতিত্ব এবং ঐতিহাসিক ব্যক্তিত্বকে স্মরণ করার উদ্দেশ্যে তৈরি করে গুগল।
প্রথম দিকের গুগল ডুডল কেবল লোগোর অক্ষরে খুব সাদামাটা পরিবর্তন ছিল। পরে ডুডলগুলোর নকশা আরও সৃজনশীল হয়। আর এখন গুগল ডুডলে অ্যানিমেশন, ভিডিও, এমনকি গেইমস ও যোগ করতে শুরু করেছে কোম্পানিটি।
ব্যবহারকারীরা গুগলের সার্চ ফিচার ব্যবহারের সময় একটি ডুডলের মাধ্যমেও অনেক কিছু জানতে পারেন বলে লিখেছে অনলাইন সাইট সেইফসার্চ। এ ছাড়া, নিজের ডিভাইসে আলাদা করে গেইম ডাউনলোড না করে গুগল ডুডলের গেইম খেলা সহজ। সময় কাটানোর জন্যও ফিচারটি ব্যবহার করা যেতে পারে।
বর্তমানে অনেক গুগল ডুডল গেইম রয়েছে যেগুলো পুরনো হয়ে গেলেও আবার খেলা যাবে। তবে, সব ডুডলে গেইম থাকে না। গুগল ডুডলের গেইম খেলার জন্য কিছুটা খোঁজাখুঁজি করতে হবে।
চলুন দেখে নেওয়া যাক কীভাবে খেলবেন গুগল ডুডল গেইম।
১. প্রথমে ওয়েব ব্রাউজারের মাধ্যমে গুগল সার্চ চালু করুন। এবং ডুডল আর্কাইভ বা https://sites.google.com/site/populardoodlegames/ এই ওয়েবসাইটে যান।
২. যে ডুডলের গেইমটি খেলতে চান সেটি খুঁজুন। সার্চ বারে অবশ্যই ‘গেইম’ শব্দটি লিখবেন, নাহলে অনেক ডুডল সামনে আসবে যেগুলো গেইম নয়। এ ছাড়া, ওয়েবসাইটে ‘এক্সপ্লোর ইন্টারএক্টিভ ডুডল’ অপশনে ক্লিক করেও বিভিন্ন গেইম খুঁজে পেতে পারেন।
৩. নিজের পছন্দ বা খেলতে চান এমন কোনো গেইম খুঁজে পেলে সেটির ওপরে ক্লিক করুন।
৪. ধৈর্য্য ধরুন। কখনও কখনও গেইম শুরু হওয়ার আগে অ্যানিমেশন বা ভিডিও চলে। ওই নির্দিষ্ট ডুডল কী উদযাপন করছে সে বিষয়ে তথ্য থাকে এতে।
৫. গেইমটি চালু হলে, খেলা শুরু করার জন্য মাউস ব্যবহার করুন। কিবোর্ড দিয়ে কীভাবে গেইম খেলবেন সেটি জানার জন্য স্ক্রিনের নির্দেশনা অনুসরণ করুন।
৬. ডুডল গেইমটি পছন্দ হলে ব্রাউজারে বুকমার্ক করে রাখতে পারেন। এতে, পরেরবার গেইম চালু করা সহজ হবে।