চীনা কোম্পানি ‘বাটারফ্লাই ইফেক্ট’-এর মাধ্যমে তৈরি ‘মানাস’ চ্যাটজিপিটি নির্মাতা ওপেনএআইয়ের সবচেয়ে উন্নত বিভিন্ন এআই মডেলকেও ছাড়িয়ে যেতে পারে।
Published : 11 Mar 2025, 03:21 PM
বিশ্বে ‘প্রথমবারের মতো’ সম্পূর্ণ স্বচালিত বা অটোনোমাস এআই তৈরির দাবি করেছেন চীনের এআই গবেষকরা। এ সাফল্য একটি বড় অর্জন বলেও দাবি তাদের।
সম্পত্তি কেনা, ছুটির দিনগুলোতে ঘুরতে যাওয়ার জন্য বুকিং দেওয়া ও ভিডিও গেইম তৈরি’সহ নানা পরিসরের কাজ করতে পারবে ‘মানাস’ নামের এই অটোনোমাস এআই।
চীনা কোম্পানি ‘বাটারফ্লাই ইফেক্ট’-এর মাধ্যমে তৈরি ‘মানাস’ চ্যাটজিপিটি নির্মাতা ওপেনএআইয়ের সবচেয়ে উন্নত বিভিন্ন এআই মডেলকেও ছাড়িয়ে যেতে পারে বলে প্রতিবেদনে লিখেছে ব্রিটিশ দৈনিক ইন্ডিপেনডেন্ট।
এ অটোনোমাস এআইয়ের সক্ষমতা দেখাতে এক ভিডিও পোস্ট করে মানাস-এর সহ প্রতিষ্ঠাতা ও প্রধান বিজ্ঞানী ইচাও জি বলেছেন, “এআইয়ের পরবর্তী বিবর্তন হচ্ছে মানাস”।
“এটি কেবল আরেকটি চ্যাটবট বা ওয়ার্কফ্লো নয়, এটি সত্যিকারের অটোনোমাস এজেন্ট, যা ধারণা ও তা বাস্তবায়নের মধ্যে ব্যবধান কমিয়ে আনবে। যেখানে অন্যান্য এআই ধারণা তৈরি করতে থেমে যায়, সেখানে ফলাফল দিতে পারবে মানাস।”
প্রযুক্তি জগতের গুরুদের কাছ থেকে প্রশংসা কুড়িয়েছে মানাস। এটিকে “এআই ব্যবহার করে এমন পরিশীলিত এক কম্পিউটার” হিসেবে বর্ণনা করেছেন এআই নীতি গবেষক ডিন বল।
মানাসকে এর ক্ষমতার দিক থেকে ‘অসাধারণ’ হিসেবে বর্ণনা করেছেন এআই প্ল্যাটফর্ম ‘হাগিং ফেইস’-এর পণ্য প্রধান ভিক্টর মাস্টার।
তবে এ এআই এখনও সবার ব্যবহারের জন্য উন্মুক্ত নয়। কেবল কিছু ব্যবহারকারী এটি ব্যবহারের সুযোগ পাচ্ছেন।
এদিকে, কেউ কেউ আশঙ্কা করেছেন, এর সক্ষমতা মানব কর্মীদের জন্য হুমকি তৈরি করতে পারে। যারা এটি নিয়ে পরীক্ষা করেছেন তাদের দাবি, এতে এখনও অনেক ত্রুটি রয়ে গেছে, যা ব্যাপকহারে এটি বাজারে চালুর আগে সমাধান করা প্রয়োজন।
প্রাথমিক কিছু ব্যবহারকারী মানাসের ত্রুটি সম্পর্কে অভিযোগ করে বলেছেন, ভুল তথ্য দেওয়া ও প্রশ্নের সম্পূর্ণ উত্তর না দেওয়ার মতো ত্রুটি রয়েছে এর।