প্রায় ২১ কিলোমিটার দূরত্বের এ হাফ ম্যারাথনটি অনুষ্ঠিত হচ্ছে চীনের ড্যাক্সিং শিল্প জেলার রাজধানী ‘বেইজিং ইকোনমিক টেকনোলজিক্যাল ডেভেলপমেন্ট এরিয়া’ বা ই-টাউনে।
Published : 28 Jan 2025, 01:53 PM
প্রথমবারের মতো মানুষ ও রোবটের মধ্যে প্রতিযোগিতা হতে দেখবে বিশ্ব। এ বছরের এপ্রিল মাসে হিউম্যানয়েড রোবট ও মানুষের মধ্যে দৌড় প্রতিযোগিতার আয়োজন করছে চীন।
এটি এমন এক ইভেন্ট, যা বেইজিংয়ের কৃত্রিম বুদ্ধিমত্তার বিভিন্ন লক্ষ্যকে আরও সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারে বলে প্রতিবেদনে লিখেছে ব্রিটিশ দৈনিক ইন্ডিপেনডেন্ট।
প্রায় ২১ কিলোমিটার দূরত্বের এ হাফ ম্যারাথনটি অনুষ্ঠিত হচ্ছে চীনের ড্যাক্সিং শিল্প জেলার রাজধানী ‘বেইজিং ইকোনমিক টেকনোলজিক্যাল ডেভেলপমেন্ট এরিয়া’ বা ই-টাউনে।
বেইজিংয়ের ই-টাউন শহরে একশরও বেশি কোম্পানি রয়েছে, যারা রোবোটিক্সের মূল উপাদান, বিশেষ করে রোবটের সম্পূর্ণ মেশিন ও প্রয়োগিক বিভিন্ন অ্যাপ তৈরি করে। চীনের স্থানীয় কর্তৃপক্ষ বলেছে, শহরের প্রায় এক হাজার কোটি ইউয়ান উৎপাদনের প্রায় ৫০ শতাংশই হয় এই ই-টাউনে।
এ ইভেন্টে প্রায় ১২ হাজার মানুষ ও হিউম্যানয়েড রোবট অংশ নেবে। আর পুরস্কার পাবে শীর্ষ তিন প্রতিযোগী।
স্থানীয় সরকারি কর্মকর্তারা বলেছেন, এ ম্যারাথনে হিউম্যানয়েড অংশগ্রহণের জন্য কোম্পানি, গবেষণা প্রতিষ্ঠান, রোবোটিক্স ক্লাব ও গোটা বিশ্বের বিভিন্ন ইউনিভার্সিটিকে আমন্ত্রণ জানানো হয়েছে।
এ প্রতিযোগিতায় অংশগ্রহণের মূল শর্ত হচ্ছে, সব ধরনের প্রতিযোগী রোবটের ‘একটি মানবিক চেহারা ও দ্বিপদী যান্ত্রিক কাঠামো থাকতে হবে, যেটি হাঁটতে বা দৌড়াতে পারে’।
ই-টাউনের কর্মকর্তারা এক বিবৃতিতে বলেছেন, প্রতিযোগী রোবটগুলোর উচ্চতা অবশ্যই ০.৫ মিটার থেকে ২ মিটারের মধ্যে হতে হবে। পাশাপাশি কোমড়ের জয়েন্ট থেকে পায়ের তলা পর্যন্ত সর্বোচ্চ দূরত্ব হবে অন্তত ০.৪৫ মিটার।
রিমোট-নিয়ন্ত্রিত ও সম্পূর্ণ স্বচালিত হিউম্যানয়েড উভয় রোবটই এ ইভেন্টে প্রতিযোগিতায় অংশ নিতে পারবে, যা দৌড়ের মাঝখানে এসব রোবটের ব্যাটারি বদলাতেও সাহায্য করবে।
দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা শিনহুয়া বলেছে, সম্পূর্ণ রোবোটিক্স ইকোসিস্টেম তৈরির দিকে নজর দিচ্ছে চীন, যেখানে আশা করা হচ্ছে এই দশকের শেষ নাগাদ এই শিল্প প্রায় পাঁচ হাজার চারশ কোটি ডলারে পৌঁছাবে।
গত বছর বেইজিংয়ে আয়োজিত এক ম্যারাথনেও মানুষের সঙ্গে হিউম্যানয়েড রোবটের দৌড় দেখা গিয়েছিল।