কুড়িগ্রামে জামায়াতের মিছিল থেকে ৮ নেতা-কর্মী আটক

আটকদের বিরুদ্ধে সরকারি কাজে বাধা ও রাস্তা বন্ধ করে জনগণের ভোগান্তি সৃষ্টির অভিযোগে মামলা দিয়েছে পুলিশ।

কুড়িগ্রাম প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 20 Nov 2023, 02:36 PM
Updated : 20 Nov 2023, 02:36 PM

বিএনপি-জামায়াতের ডাকা ৪৮ ঘণ্টা হরতালের দ্বিতীয় দিনে কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলায় জামায়াতের মিছিল থেকে আট নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।

সোমবার সকালে উপজেলা সদর ইউনিয়নের সাদ্দাম মোড় থেকে তাদের আটকের কথা জানিয়েছেন ভূরুঙ্গামারী থানার ওসি রুহুল আমিন।

আটকরা হলেন- সদর ইউনিয়নের বাগভাণ্ডার গ্রামের প্রয়াত কাজম আলী ছেলে ফজলুল হক (৬০), একই গ্রামের হাসমত আলীর ছেলে আব্দুল করিম (৭০), মোজাফ্ফর হোসেনের ছেলে মিনহাজ (৪৫), জহির উদ্দিনের ছেলে আমিরুল ইসলাম (৪৫), বেলাল হোসেন ছেলে এনামুল হক (২৩), বছির উদ্দিনের ছেলে আমিনুর রহমান (২১), শাহজাহান আলীর ছেলে আরিফুল ইসলাম (২১) ও হযরত আলীর ছেলে সাব্বির রহমান (১৯)।

পুলিশ জানায়, সোমবার সকালে উপজেলার হাসপাতাল রোডের সাদ্দাম মোড়ে মিছিল বের করেন জামায়াত-শিবিরের নেতাকর্মীরা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আটজনকে আটক করে।

ওসি রুহুল আমিন জানান, দুপুরে আটকদের বিরুদ্ধে সরকারি কাজে বাধা ও রাস্তা বন্ধ করে জনগণের ভোগান্তি সৃষ্টির অভিযোগে মামলা দিয়ে কুড়িগ্রাম আদালতে পাঠানো হয়েছে।

আটকের বিষয়ে ভূরুঙ্গামারী উপজেলা জামায়াতের আমির আনোয়ার হোসেন বলেন, হরতালের সমর্থনে শান্তিপূর্ণ মিছিল শেষ করে নেতাকর্মীরা বাড়ি ফিরছিলেন। পথে ইজিবাইক থেকে নামিয়ে আটজনকে আটক করেছে পুলিশ।

আটকের ঘটনায় নিন্দা জানিয়ে নেতাকর্মীকে নিঃশর্ত মুক্তি দাবি করেছেন জামায়াতের এ নেতা।