১৭ সেপ্টেম্বর ২০২৪, ২ আশ্বিন ১৪৩১
চব্বিশের ‘শহীদদের’ নিয়ে যা বললেন জামায়াতের আমির শফিকুর রহমান।
মেহেরপুরে ২০১৪ সালের ১৯ জানুয়ারি জামায়াত নেতা তারিক ‘বন্দুকযুদ্ধে’ মারা যান বলে সেই সময় দাবি করে পুলিশ।
“আব্দুল্লাহিল আমান আযমী জামায়াতে ইসলামীর সাথে সংশ্লিষ্ট কোনো ব্যক্তি নন। জামায়াতে ইসলামীর সাথে তার কোনো সাংগঠনিক সম্পর্ক নেই”, বলা হয় বিবৃতিতে।
দলীয় কর্মসূচি শেষে মোটরসাইকেলে ফেরার পথে ছিনতাইকারীদের লাঠির আঘাতে তার মাথা ফেটে যায় বলে জানায় পুলিশ।
“কোনো দিন দেখিনি… হঠাৎ করে মিডিয়ার ফ্রন্ট পেইজে চলে আসছে…তার বক্তব্য, তাদের থিওরি এগুলো আপনারা প্রচার করছেন।”
“আমার খুব ব্যাথা লাগে যখন একদল বলে ‘পাকিস্তানি রাজাকার’, আরেক দল বলে ‘হিন্দুস্থানি রাজাকার’… খুব কষ্ট লাগে।
‘বিভক্ত করো এবং শাসন করো’— এই নীতি থেকে বেরিয়ে আসা খুব দরকার। সেটা না হলে যে অসাধারণ দেশ গড়ার আকাঙ্ক্ষা বা স্বপ্ন তরুণরা দেখেছেন, ওই স্বপ্ন আবারও ভেঙে যাওয়ার আশঙ্কা দেখা দেবে।
বিএনপি নেতারা বলেন, বিশৃঙ্খলায় দলের কোনো নেতাকর্মী জড়িত থাকার প্রমাণ পেলে তাকে আজীবনের জন্য দল থেকে বহিষ্কার করা হবে।