বুধবারই তাকে উত্তরার বাসা থেকে গ্রেপ্তার করা হয়।
Published : 25 Oct 2023, 07:39 PM
জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি মতিউর রহমান আকন্দকে কারাগারে পাঠানো হয়েছে।
বুধবার শুনানি শেষে এ আদেশ দেন ঢাকা মহানগর হাকিম মোহাম্মদ জসিম।
এ দিন আসামিকে আদালতে হাজির করে বিস্ফোরক দ্রব্য আইনের মামলায় কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা উত্তরা পশ্চিম থানার এসআই শাহীদুল ইসলাম।
মতিউরের পক্ষে তার আইনজীবীরা জামিন চেয়ে শুনানি করেন, যার বিরোধিতা করে রাষ্ট্রপক্ষ। দুই পক্ষের শুনানি শেষে আদালত আকন্দকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
মতিউরের পক্ষে শুনানি করেন আইনজীবী আব্দুর রাজ্জাক ও তার সহযোগীরা।
বুধবার সকাল সাড়ে ১১টার দিকে ঢাকার উত্তরার বাসা থেকে মতিউর রহমান আকন্দকে গ্রেপ্তার করে পুলিশ। আগের রাত ১১টা থেকে ওই বাড়ি ঘিরে রেখেছিল পুলিশ।
জামায়াতে ইসলামীর প্রচার বিভাগ জানায়, কয়েক বছর আগে মতিউর রহমান আকন্দের ওপেন হার্ট সার্জারি করা হয়েছিল। তারপর থেকেই তিনি শারীরিক জটিলতায় ভুগছেন।