নিক্সন চৌধুরী প্রধানমন্ত্রীর ফুপাত বোন ফিরোজা বেগমের ছোট ছেলে। ফিরোজার আরেক ছেলে নূর-ই-আলম চৌধুরী লিটন জাতীয় সংসদের চিফ হুইপ।
Published : 13 May 2024, 05:10 PM
ফুপাত বোন ফিরোজা বেগমকে দেখতে ফরিদপুর-৪ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য মজিবুর রহমান চৌধুরী ওরফে নিক্সন চৌধুরীর বাসায় গিয়েছিলেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এ সময় তার সঙ্গে ছিলেন ছোট বোন শেখ রেহানা।
নিক্সন চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "শনিবার সন্ধ্যা ৭টার দিকে মাননীয় প্রধানমন্ত্রী আমাদের বনানীর বাসায় আসেন। মূলত আমার মা প্রধানমন্ত্রীর ফুপাত বোন ফিরোজা বেগমকে দেখতে এসেছিলেন।
আমাদের বাসায় তিনি সময় কাটান এবং খাওয়াদাওয়া করে যান।"
নিক্সন চৌধুরী প্রধানমন্ত্রীর ফুপাত বোন ফিরোজা বেগমের ছোট ছেলে। ফিরোজার আরেক ছেলে নূর-ই-আলম চৌধুরী লিটন জাতীয় সংসদের চিফ হুইপ।
ফিরোজা বেগমের স্বামী মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ইলিয়াস আহমেদ চৌধুরী আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা ছিলেন, ছিলেন সংসদ সদস্যও। তিনিও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফুপাত ভাই।
শেখ হাসিনা ও শেখ রেহানার সঙ্গে ছিলেন যুবলীগ চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশকে দেখা যায়, যিনি শেখ হাসিনার ফুপাত ভাইয়ের ছেলে
প্রধানমন্ত্রীর বাসায় যাওয়ার বিষয়টি গতকাল রোববার নিজের ভেরিফাই ফেসবুক পেজে পোস্ট করেন নিক্সন চৌধুরী।
তিনি লিখেন, "বঙ্গবন্ধুকন্যা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ও শেখ রেহানার সঙ্গে গতকাল শনিবার রাতে আমাদের বনানীর বাসায়..."
ফেসবুক পোস্টটিতে সাতটি ছবি যুক্ত করেছেন নিক্সন। ছবিতে শেখ হাসিনা ও শেখ রেহানার সঙ্গে নিক্সন চৌধুরীর মা, স্ত্রী ও ছেলে এবং যুবলীগ চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশকে দেখা যায়। তিনি শেখ হাসিনার ফুপাত ভাইয়ের ছেলে।
নিক্সন চৌধুরী আওয়ামী লীগের মনোনয়ন না পেয়ে ২০১৪ সালের ফরিদপুর-৪ আসন থেকে স্বতন্ত্র নির্বাচন করে বিজয়ী হন।
পরের দুটি নির্বাচনেও নৌকা মার্কার প্রার্থীকে হারিয়ে তিনি সংসদে আসেন। তিনবারই তিনি আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য কাজী জাফর উল্যাহকে হারান।
নিক্সন চৌধুরী বর্তমানে আওয়ামী লীগের সহযোগী সংগঠন যুবলীগের সভাপতিমণ্ডলীর সদস্য।