১৬ এপ্রিল ২০২৫, ৩ বৈশাখ ১৪৩২
আসামিদের গ্রেপ্তার করা গেল কি না, সে বিষয়ে প্রতিবেদন দেওয়ার জন্য ২৭ এপ্রিল দিন ধার্য করেছে আদালত।
ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ আদালতে ২৪ মার্চ ছয়টি মামলার অভিযোগপত্র দাখিল করে দুদক।
অবরুদ্ধ হওয়া ৬৩৫ কোটি ১৪ লাখ টাকার বেশিরভাগটাই বঙ্গবন্ধু মেমোরিয়াল ট্রাস্টের অ্যাকাউন্টে রয়েছে।
দুদকের আবেদনে বলা হয়েছে, অভিযোগ সংশ্লিষ্টরা তাদের অস্থাবর সম্পত্তি হস্তান্তর বা স্থানান্তর করার চেষ্টা করছেন।
শিগগিরই অভিযোগপত্র আদালতে দাখিলের কথা বলছেন মহাপরিচালক মো. আক্তার হোসেন।
এর আগে শেখ হাসিনার মেয়ে সায়মা ওয়াজেদ পুতুলের বিরুদ্ধেও অনিয়মের মাধ্যমে প্লট বরাদ্দ নেওয়ার অভিযোগে মামলা করে দুদক।
এর আগে গত ডিসেম্বরে শেখ হাসিনা ও শেখ রেহানার ব্যাংক হিসাবের তথ্য চাওয়া হয়েছিল।
এ অভিযোগকে 'রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত' বলে আসছেন শেখ হাসিনার ভাগ্নি।