নাশকতা: জামায়াত আমির শফিকুরসহ ১৪৯ জনের বিচার শুরু

কাশিমপুর কারাগার থেকে শফিকুরকে ভার্চুয়ালি আদালতে যুক্ত করা হয়।

আদালত প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 21 Nov 2023, 06:29 PM
Updated : 21 Nov 2023, 06:29 PM

ঢাকার রমনা থানায় দায়ের করা নাশকতার মামলায় জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমানসহ ১৪৯ নেতাকর্মীর বিরুদ্ধে বিচার শুরুর নির্দেশ দিয়েছে আদালত।

মঙ্গলবার অতিরিক্ত মহানগর হাকিম হাসিবুল হক আসামিদের অব্যাহতির আবেদন নাকচ করে অভিযোগ গঠন করেন।

অন্য আসামিদের মধ্যে আছেন-মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াতের সাবেক সহকারী সেক্রেটারি জেনারেল এ টি এম আজহারুল ইসলাম, বর্তমান সহকারী সেক্রেটারি জেনারেল রফিকুল ইসলাম খান। তাদেরকে এদিন কারাগার থেকে আদালতে হাজির করা হয়।

আর শফিকুরকে কাশিমপুর কারাগার থেকে ভার্চুয়ালি যুক্ত করা হয়। বাকি আসামিরা জামিনে আছেন।

পেশকার শিশির হালদার জানান, শুনানিতে আসামিরা নিজেদের নির্দোষ দাবি করেন।

মামলার বিবরণ অনুযায়ী, ২০১১ সালের ১৯ সেপ্টেম্বর বিকালে এ টি এম আজহারের নেতৃত্বে আড়াই থেকে তিন হাজার জামায়াত নেতাকর্মী রাজধানীর শান্তিনগর থেকে মিছিল বের করে। মিছিলটি রাজমনি ক্রসিংয়ের দিকে আসার সময় কাকরাইল সুপার মার্কেটের সামনে পুলিশের ওপর আক্রমণ করা হয়। পাশাপাশি সড়কে চলমান গাড়ি ভাঙচুরও করা হয়।

এ ঘটনায় ওই দিনই কাকরাইল পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই মতিউর রহমান রমনা থানায় মামলা দায়ের করেন।

তদন্তের পর ২০১৯ সালের ২২ অগাস্ট রমনা থানার এসআই মুহাম্মদ সাইফুল ইসলাম খান জামায়াতের ১৫০ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। মামলার একজন আসামি মারা গেছেন।