অভিযোগ গঠনের সময় দুজনই নিজেদের নির্দোষ দাবি করেন।
Published : 23 Aug 2023, 12:47 PM
ঢাকায় ১১ বছর আগের এক নাশকতার মামলায় জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান, সেক্রেটারি জেনারেল মিয়া মো. গোলাম পরওয়ার অভিযুক্ত হয়েছেন।
বুধবার ঢাকার একটি আদালতে তাদের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন মহানগর হাকিম সাইফুল ইসলাম।
অভিযোগ গঠনের মধ্য দিয়ে বিচার শুরুর আদেশ দিয়ে আগামী ১৭ সেপ্টেম্বর সাক্ষ্যগ্রহণ শুরুর দিন তিনি ঠিক করে দেন বলে জানান ওই আদালতে রাষ্ট্রপক্ষের আইনজীবী হেমায়েত উদ্দিন খান হীরন।
কারাগারে থাকা জামায়াতের আমির শফিকুর ও সেক্রেটারি জেনারেল পরওয়ারকে এদিন আদালতে হাজির করা হয়। অভিযোগ গঠনের সময় দুজনই নিজেদের নির্দোষ দাবি করেন।
এই মামলায় মোট ৯৬ আসামির মধ্যে যারা জামিনে মুক্ত রয়েছেন, তারাও হাজিরা দেন আদালতে।
অভিযোগ গঠনের শুনানিতে আসামিদের মামলা থেকে অব্যাহতি দিতে আবেদন করেন মো. আব্দুর রাজ্জাক, এস এম কামাল উদ্দিনসহ কয়েকজন আইনজীবী।
রাষ্ট্রপক্ষে হীরন বলেন, ঘটনার অডিও-ভিডিও রয়েছে। তখন আসামি পক্ষের আইনজীবী কামাল বলেন, “যদি অডিও-ভিডিও আদালতে উপস্থাপন করতে পারেন বা দেখাতে পারেন, তাহলে আমি আইন পেশা ছেড়ে দেব।” তবে রাষ্ট্রপক্ষের আইনজীবী একথার কোনো উত্তর দেননি।
আটক শীর্ষনেতাদের মুক্তির দাবিতে জামায়াত ২০১২ সালের ৫ নভেম্বর জামায়াত-শিবিরের ২০০-৩০০ নেতা-কর্মী মতিঝিল এলাকায় অগ্নিসংযোগ ও ভাঙচুর চালায় বলে অভিযোগ ওঠে।
সেই ঘটনায় মিজানুর রহমান সুমন বাদী হয়ে মতিঝিল থানায় মামলা করেন। দীর্ঘদিন তদন্তের পর মতিঝিল থানার এসআই আব্দুল আউয়াল ৯৭ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দেন। তাদের মধ্যে আব্দুল জব্বার নামে একজন মারা যাওয়ায় ৯৬ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন হল।