নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরিয়ে আনা এবং সরকারের পদত্যাগ দাবিতে ২৮ অক্টোবর বিএনপি সমাবেশ ডাকার পর জামায়াতও একই দাবিতে একই দিন মাঠে নামার ঘোষণা দেয়।
Published : 26 Oct 2023, 06:49 PM
আওয়ামী লীগ ও বিএনপির মতো জামায়াতে ইসলামীও শনিবারের ঘোষিত স্থানেই সমাবেশ করার বিষয়ে অনড় অবস্থানের কথা জানিয়েছে।
বৃহস্পতিবার সংবাদ সম্মেলন করে সমাবেশ সফল করার জন্য নেতা-কর্মীদের প্রতি আহ্বান জামায়াতের ভারপ্রাপ্ত আমির মজিবুর রহমান।
সরকারের পক্ষ থেকে দলটিকে সমাবেশের অনুমতি না দেওয়ার কথা আগেই জানানো হয়েছে। পুলিশের একজন কর্মকর্তা বলেছেন, জামায়াত যদি বেআইনি জমায়েত করতে চায়, তাহলে তারা আইন অনুযায়ী ব্যবস্থা নেবেন।
জামায়াতকে সমাবেশ করতে না দেওয়ার যে ঘোষণা এসেছে তাকে অসাংবিধানিক উল্লেখ করে দলের ভারপ্রাপ্ত আমির বলেন, “পুলিশের দায়িত্ব হল শান্তিপূর্ণ সভা-সমাবেশ বাস্তবায়নে সহযোগিতা করা, বাধা দেওয়া নয়। এই বক্তব্য অসাংবিধানিক, অগণতান্ত্রিক, এখতিয়ার বহির্ভূত ও বেআইনি।”
নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরিয়ে আনা এবং সরকারের পদত্যাগের দাবিতে ২৮ অক্টোবর বিএনপি সমাবেশ ডাকার পর জামায়াতও একই দাবিতে একই দিন মাঠে নামার ঘোষণা দেয়।
বিএনপি এই সমাবেশটি করতে চায় নয়া পল্টনে, জামায়াতের ঘোষণা তারা জড়ো হবে শাপলা চত্বরে।
একই দিন জমায়েতের ঘোষণা আছে আওয়ামী লীগেরও। তারা জড়ো হতে চায় বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে।
ঢাকা মহানগর পুলিশের পক্ষ থেকে আওয়ামী লীগ ও বিএনপিকে সমাবেশের স্থল পরিবর্তনের অনুরোধ করে চিঠির জবাবে দল দুটি বলেছে, ‘এটি সম্ভব নয়’।
তবে জামায়াতের বিষয়ে পুলিশের অবস্থান হলো, দলটিকে কোথাও নামতেই দেওয়া হবে না।
জামায়াতের ভারপ্রাপ্ত আমির বলেন, “গোটা জাতি আজ ‘এক দফার’ দাবিতে ঐক্যবদ্ধ। এমতাবস্থায় সংসদ ভেঙে দিয়ে সরকারের পদত্যাগ, কেয়ারটেকার সরকারের অধীনে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের দাবিতে আমরা আগামী ২৮ অক্টোবর মতিঝিলের শাপলা চত্বরে শান্তিপূর্ণ মহাসমাবেশের কর্মসূচি ইতিমধ্যেই ঘোষণা করেছি।
“শান্তিপূর্ণ এই মহাসমাবেশের সুশৃঙ্খলভাবে সমবেত হয়ে এক দফা দাবি তত্ত্বাবধায়ক সরকার বাস্তবায়নের আন্দোলনকে বেগবান করার জন্য দেশবাসীর প্রতি আমি আহ্বান জানাচ্ছি।… সরকারের কোনো ধরনের উসকানি, অসাংবিধানিক ও গণতন্ত্রবিরোধী অপতৎপরতায় বিভ্রান্ত না হওয়ার জন্য আমরা দেশবাসী এবং সংগঠনের সর্বস্তরের জনশক্তির প্রতি আহ্বান জানাচ্ছি।”
অনুমতি ছাড়াই জমায়েতের প্রস্তুতির বিষয়ে জানতে চাইলে ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার মহিদ উদ্দিন রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমরা যে কোনো বিষয়ে প্রচলতি আইনের সঙ্গে আছি। জননিরাপত্তা ও জনশৃঙ্খলা রক্ষা করা আমাদের দায়িত্ব।”