ঝিরির পানিতে গোসল করতে এসে দুই ভাই-বোন খেলা করছিল। এ সময় তারা গভীর পানিতে ডুবে যায়।
Published : 24 Feb 2024, 09:04 AM
খাগড়াছড়ির গুইমারা উপজেলায় পানিতে ডুবে ভাই-বোনের মৃত্যু হয়েছে।
রোববার বিকাল ৪টায় সদর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের চৌধুরী পাড়া এলাকায় এ ঘটনা ঘটে বলে গুইমারা থানার ওসি রাজীব কর জানান।
নিহতরা হলেন- ওই এলাকার নজমোহন ত্রিপুরার মেয়ে অপুবিশ্বা ত্রিপুরা (৭) এবং ছেলে চনেরন্ত্র ত্রিপুরা (০৫)।
৯ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য অংক্যজাই মারমা বলেন, ঝিরির পানিতে গোসল করতে এসে দুই ভাই-বোন খেলা করছিল। এ সময় তারা গভীর পানিতে ডুবে যায়। সন্ধ্যা ৭টায় তাদের উদ্ধার করে মাটিরাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ওসি রাজীব কর বলেন, শিশু দুটির সুরতহাল প্রতিবেদন করা হয়েছে। এ ব্যাপারে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
[প্রতিবেদনটি প্রথম প্রকাশিত হয়েছিল ২৪ সেপ্টেম্বর ২০২৩ তারিখে: ফেইসবুক লিংক]