এ ঘটনাকে ‘মানবাধিকার ও সংবিধান পরিপন্থি’ হিসেবে বর্ণনা করে আহমদীয়া মুসলিম জামাত তাদের বিবৃতিতে বলেছে, “এমনকি ইসলামও ধর্মীয় মতাদর্শের প্রশ্নে জবরদস্তি সমর্থন করে না।”
Published : 20 Apr 2025, 10:05 AM
খুলনার রূপসা এলাকায় আহমদীয়া সম্প্রদায়ের প্রায় ৬০টি পরিবারকে জোর করে তাদের ‘ধর্মবিশ্বাস ত্যাগে বাধ্য করার’ খবরে গভীর উদ্বেগ প্রকাশ করেছে আহমদীয়া মুসলিম জামাত বাংলাদেশ।
এক বিবৃতিতে তারা বলেছে, ‘খতমে নবুওয়ত মারকায’ এর ব্যানারে কিছু মৌলভীর নেতৃত্বে ১৬ এপ্রিল ওই ঘটনা ঘটানো হয়।
বিবৃতিতে বলা হয়, “সোশাল মিডিয়ায় ‘খতমে নবুওয়ত মারকায’ এর ব্যানারে এক পোস্টে বলা হয়, রূপসা এলাকায় বসবাসকারী আহমদীয়া সম্প্রদায়ের ৫৬টি পরিবারের ১৮৫ জন সদস্য ‘কাদিয়ানি ধর্ম ত্যাগ করে মুসলমান’ হয়েছেন!
“আমাদের হাতে আসা একটি ভিডিওতে দেখা যায়, ‘খতমে নবুওয়ত মারকায’ এর নেতা মুফতি শুয়াইব ইবরাহীম জনসম্মুখে আহমদীয়াদের বিরুদ্ধে মিথ্যা প্রচার চালাচ্ছেন। সংগঠনটি তাদের ওপর চাপ সৃষ্টি করছে, যেন তারা নিজ ধর্ম বিশ্বাস ত্যাগ করেন।”
এ ঘটনাকে ‘মানবাধিকার ও সংবিধান পরিপন্থি’ হিসেবে বর্ণনা করে আহমদীয়া মুসলিম জামাত তাদের বিবৃতিতে বলেছে, “এমনকি ইসলামও ধর্মীয় মতাদর্শের প্রশ্নে জবরদস্তি সমর্থন করে না।”
বিষয়টি গুরুত্বের সঙ্গে নিয়ে অবিলম্বে তদন্ত করে দেশবাসীর ধর্মীয় স্বাধীনতা নিশ্চিত করার জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছে আহমদীয়া মুসলিম জামাত।