“এগুলো বাজার থেকে কিনতে গেলে এক হাজার টাকার বেশি লাগতো।“
Published : 29 Feb 2024, 09:13 PM
সুবিধাবঞ্চিত ও স্বল্প আয়ের মানুষদের ‘স্বস্তি’ দিতে দশ টাকায় পণ্য বিক্রি করা হচ্ছে রাজবাড়ীতে।
বৃহস্পতিবার বেলা ১২টার দিকে `বিদ্যানন্দ ফাউন্ডেশনের‘ আয়োজনে সদর উপজেলা পরিষদের হলরুমে এই বাজারের উদ্বোধন করেন রাজবাড়ীর জেলা প্রশাসক আবু কায়সার খান।
এ বাজারের নাম `রাজসিক বাজার‘। এখানে তিন কেজি চালের দাম এক টাকা, এক ডজন ডিমের দামও এক টাকা।
এছাড়া এক লিটার তেল, এক কেজি চিনি, ডাল, ছোলা, লবন, একটি ব্রয়লার মুরগিসহ বেশ কয়েকটি পণ্য পাওয়া যাচ্ছে এক টাকায়।
বাজারের উদ্বোধনের পর সুবিধাবঞ্চিত ও নিম্ন আয়ের ২১০টি পরিবার ১০ টাকায় ১০টি পণ্য কেনেন। প্রয়োজনীয় পণ্য কম টাকায় পেয়ে `স্বস্তি‘ প্রকাশ করেছেন তারা।
দশ টাকায় পণ্য কিনতে আসা হাজেরা বেগম বলেন, “দশ টাকায় এতগুলো জিনিস কিনতে পারবো ভাবতে পারি নাই। যখন আমি ছোট ছিলাম তখন দেখতাম আব্বা এক টাকা কেজিতে চাল কিনতো। আজ আমি এক টাকা কেজিতে চাল কিনেছি।
“ডাল, ডিম, মুরগি আর চিনিও কিনেছি দশ টাকায়। দশ টাকায় এতগুলো জিনিস কিনতে পেরে খুবই খুশি আমি।“
কনা খাতুন বলেন, “দশ টাকায় অনেকগুলো জিনিস কিনেছি। এগুলো বাজার থেকে কিনতে গেলে এক হাজার টাকার বেশি লাগতো। সেখানে মাত্র দশ টাকায় কিনতে পেরে খুবই ভালো লাগছে।“
মনির শেখ নামের আরেকজন বলেন, “মনের ভেতর খুবই শান্তি লাগছে দশ টাকায় চাল, তেল, মুরগি, ডিম, ছোলা কিনতে পেরে।“
এ আয়োজনের কারণ জানতে চাইলে বিদ্যানন্দ ফাউন্ডেশনের বোর্ড মেম্বার জামাল উদ্দিন বলেন, “রোজার মাসে নিত্যপণ্যের দাম বেড়ে যায়। সে সময় নিম্ন আয়ের মানুষ অসহায় হয়ে পড়ে। এজন্য আমরা এই উদ্যোগ নিয়েছি।“
সারা দেশে ২০ হাজার পরিবার এ বাজার থেকে ১০ টাকায় তাদের নিত্যপণ্য কিনতে করতে পারবে বলে জানান তিনি।
রাজবাড়ীর জেলা প্রশাসক আবু কায়সার খান বলেন, “রোজার মাস উপলক্ষ্যে প্রতি বছরের মত বিদ্যানন্দ ফাউন্ডেশন এবারও এই আয়োজন করেছে। আমরা তাদের এই কর্মকাণ্ডকে স্বাগত জানাই।“