নারায়ণগঞ্জে দুই সহোদরকে কুপিয়ে হত্যায় চাচাতো ভাই গ্রেপ্তার

আসামিকে জিজ্ঞাসাবাদের জন্য তিনদিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত।

নারায়ণগঞ্জ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 5 March 2023, 02:02 PM
Updated : 5 March 2023, 02:02 PM

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় জমির বিরোধের জেরে দুই ভাইকে কুপিয়ে হত্যার মামলায় চাচাতো ভাইকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

পুলিশ জানায়, শনিবার গভীর রাতে মুন্সীগঞ্জের শ্রীনগর থেকে মামুন নামের এই আসামিকে গ্রেপ্তার করা হয়। রোববার তাকে জিজ্ঞাসাবাদের জন্য তিন দিনের রিমান্ডে দিয়েছে আদালত। 

রোববার দুপুরে জেলা পুলিশ সুপারের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান অতিরিক্ত পুলিশ সুপার তারিকুল ইসলাম। 

গ্রেপ্তার মো. মামুন উপজেলার কাঁচপুর ইউনিয়নের খাসপাড়ার পাঁচপাড়া এলাকার বাসিন্দা। 

অতিরিক্ত পুলিশ সুপার জানান, ২৬ ফেব্রুয়ারি দুপুরে খাসপাড়ার পাঁচপাড়া এলাকায় জমির বিরোধে জেরে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করা হয় ব্যবসায়ী আসলাম সানি (৫০) ও তার ছোটভাই সফিকুল ইসলাম রনিকে (৩০)। হামলায় গুরুতর জখম হন তাদের আরেক ভাই রফিকুল ইসলাম (৪০)। তারা পাঁচপাড়ার মৃত সানাউল্লাহর ছেলে। 

তিনি বলেন, এই ঘটনায় হতাহতদের বোন শামসুন্নাহার বাদী হয়ে চাচা মহিউদ্দিন, চাচাতো ভাইসহ ৯ জনের নাম উল্লেখ করে হত্যা মামলা করেন। মামলার পর আসামি মোর্শেদা বেগমকে গ্রেপ্তার করে সোনারগাঁ থানা পুলিশ। তিনি ওই মামলার ৬ নম্বর আসামি। 

তারিকুল ইসলাম বলেন, ঘটনার পর থেকেই আসামিরা গা ঢাকা দেন। শনিবার রাত ৩টার দিকে মুন্সীগঞ্জের শ্রীনগর থেকে মামলার আরেক আসামি মামুনকে গ্রেপ্তার করা হয়। 

আদালত পুলিশের পরিদর্শক মো. আসাদুজ্জামান জানান, জিজ্ঞাসাবাদের মামুনকে রোববার পাঁচ দিনের রিমান্ড আবেদন করে আদালতে পাঠানো হয়। 

“শুনানি শেষে তিনদিনের রিমান্ড আবেদন মঞ্জুর করে আদালত।” 

এই মামলার অপর আসামিদের গ্রেপ্তারে পুলিশের গোয়েন্দা নজরদারি অব্যাহত আছে বলেও জানিয়েছে পুলিশ।

আরও পড়ুন:

Also Read: নারায়ণগঞ্জে ২ ভাইকে কুপিয়ে হত্যা: কান্না থামছে না মায়ের

Also Read: নারায়ণগঞ্জে দুই সহোদর হত্যা: ‘হামলাকারীদের’ বাড়িঘরে আগুন

Also Read: নারায়ণগঞ্জে জমির বিরোধে স্বজনদের হাতে দুই ভাই খুন