নিহতদের ছোটভাই গুরুতর জখম অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বলে জানিয়েছে পুলিশ।
Published : 26 Feb 2023, 04:02 PM
নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় জমি সংক্রান্ত বিরোধের জেরে চাচাতো ভাইরা কুপিয়ে দুই সহোদরকে হত্যা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে।
রোববার দুপুর দেড়টার দিকে উপজেলার কাঁচপুর ইউনিয়নের খাসপাড়া এলাকায় এই ঘটনা ঘটে বলে সোনারগাঁ থানার ওসি মাহবুব আলম জানান।
নিহতরা হলেন ডেকোরেটর ব্যবসায়ী আসলাম সানি (৫০) ও তার ছোটভাই সফিকুল ইসলাম রনি (৩০)।
এই ঘটনায় নিহতদের আরেক ভাই রফিকুল ইসলাম (৪০) গুরুতর জখম অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
তারা খাসপাড়া এলাকার প্রয়াত মো. সানাউল্লাহর ছেলে।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া জানান, হাসপাতালে আনার আগেই দুই ভাইয়ের মৃত্যু হয়। তাদের আরেক ভাই গুরুতর জখম নিয়ে চিকিৎসাধীন আছেন।
নিহত সফিকুল ইসলাম রনির বন্ধু শাহাদাত শান্ত জানান, রনির বড়ভাই আসলাম সানি এলাকায় ডেকোরেটরের ব্যবসা করতেন। অপর দুইভাই পোল্ট্রি মুরগির ব্যবসা করতেন। তাদের সাথে চাচাতো ভাইদের জমি নিয়ে দ্বন্দ্ব পুরোনো।
স্থানীয়দের বরাতে ওসি মাহবুব আলম জানান, আসলাম সানিদের বাড়ি পাশেই তার চাচা মহিউদ্দিনের বাড়ি। বাড়ির পাশ দিয়ে সরকারি সড়কের ড্রেন নির্মাণ করা হচ্ছে।
রোববার দুপুরে ওই ড্রেনের স্থান নির্ধারণের সময় ড্রেনটি তার অংশের জমির উপর দিয়ে যাচ্ছে বলে দাবি করেন চাচা মহিউদ্দিন। এর প্রতিবাদ জানালে আসলাম সানি ও তার ভাইদের সঙ্গে মহিউদ্দিনের ছেলে মো. মোস্তফা (৪০), মামুন হোসেন (৩৫), মফিজুল ইসলাম (২৫), মারুফের (১৮) তর্ক-বিতর্ক হয়।
“এক পর্যায়ে চাচাতো ভাইরা রাম দা, চাপাতি দিয়ে আসলাম সানি ও তার দুই ভাইকে কুপিয়ে জখম করে। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়।”
বিকালে ঘটনাস্থল পরিদর্শন করেছেন জেলা পুলিশ সুপার গোলাম মোস্তফা রাসেল, অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) চাইলাউ মারমা, অতিরিক্ত পুলিশ সুপার (ডিবি) তরিকুল ইসলাম।
ওসি মাহবুব আলম বলেন, “নিহত দুই ভাইয়ের মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রয়েছে। সেখানে ময়নাতদন্তের কার্যক্রম চলছে। ঘটনার পর অভিযুক্তরা বাড়ি থেকে পালিয়েছে। তাদের গ্রেপ্তারে অভিযান শুরু করেছে পুলিশ।”
তবে এই ঘটনায় সন্ধ্যা ছয়টা পর্যন্ত মামলা হয়নি। মামলার বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছেন ওসি।